বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপের আগে লঙ্কান দলে বড় পরিবর্তন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ অক্টোবর, ২০২১ ২৩:৫৩

শ্রীলঙ্কার ১৯ জনের স্কোয়াড বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

চলতি মাসের ১৮ তারিখে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপেরে মূল পর্বের লড়াই শুরু করবে শ্রীলঙ্কা। যাকে সামনে রেখে গত মাসের ১১ তারিখে ১৫ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে হুট করেই দলে বড় পরিবর্তন এনেছে দলটি। বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিজার্ভ বেঞ্চে থাকা লাহিরু মাদাশাঙ্কা।

কলারবোনের ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন লঙ্কান এই অলরাউন্ডার। আর এই ইনজুরিই তাকে ছিটকে দিল বিশ্বকাপ থেকে।

পাশাপাশি দলে ঢুকেছেন আরও পাঁচ ক্রিকেটার। এরা হলেন পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, আশিন বান্দারা, লাকশান সান্দাকান এবং রামেশ মেন্ডিস।

এর ফলে শ্রীলঙ্কার ১৯ জনের স্কোয়াড বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম।

নতুন অন্তর্ভুক্তি: পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, আশিন বান্দারা, লাকশান সান্দাকান এবং রামেশ মেন্ডিস।

স্ট্যান্ড বাই: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু কুমারা।

এ বিভাগের আরো খবর