টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে টানা দুটি সিরিজ জিতেছে টাইগাররা। তাও আবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে।
ঘরের মাঠে টানা দুটি সিরিজ জিতে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। আর এই আত্মবিশ্বাস বিশ্বকাপে ভালো করতে বাংলাদেশকে সাহায্য করবে বলে মনে করছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এমনটাই জানান মুশফিক।
মুশফিক বলেন, ‘এটাই সঠিক সময় বিশ্বকাপে ভালো করার। শেষ সিরিজগুলোতে আমরা ভালো করেছি। দল হিসেবে খেলতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।’
ঘরের মাঠের স্লো উইকেটে টানা দুটি সিরিজ খেলে সরাসরি বিশ্বকাপের মঞ্চটা স্বভাবতই কিছুটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য। বিষয়টি মানছেন মুশফিকুর রহিম।
একই সঙ্গে টানা ম্যাচ খেলার পর বিশ্বকাপের আগে প্রায় এক মাসের ছুটিতে নিজেদের আরও গুছিয়ে নিয়েছেন বলেও জানান ডানহাতি এই ব্যাটার।
আগের আইসিসির টুর্নামেন্টের প্রসঙ্গ টেনে মুশফিক বলেন, ‘যে কোনো বিশ্বকাপ খেলার আগে যদি কোয়ালিফাইং নামে কিছু থাকে তাহলে তো চ্যালেঞ্জ। যেখানে বাংলাদেশ আইসিসির কয়েকটি টুর্নামেন্টে ভালো করেছে। টি–টোয়েন্টিতেও আমরা ভালো করেছি।’
তিনি আরও বলেন, ‘এই মাসটা বাদ দিলে চার–পাঁচ মাস ক্রিকেটে ছিলাম। আমাদেরও কিছু শারীরিক বিশ্রামের দরকার ছিল। সেটিও হলো। সাকিব–মোস্তাফিজরা ছাড়া আমরা ব্রেক পেয়েছি। এটাও দরকার। আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। ওমানে একটা ক্যাম্প আছে।’
৩ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে দেশ ছাড়বে মাহমুদুল্লাহ বাহিনী। ১৭ তারিখ থেকে শুরু হবে টাইগারদের বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নেয়ার লড়াই।