চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিসিবি হাই পারফরম্যান্স টিমকে (এইচপি) ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ এ-দল। সেঞ্চুরি করে এ দলকে বড় পুঁজি গড়ে দেন অধিনায়ক মুমিনুল হক। টার্গেটে নেমে ৩০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে এইচপি দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এ-দলের অধিনায়ক মুমিনুল হক।
ক্রিজে নেমে নাজমুল হাসান শান্তকে সঙ্গী করে ওপেনিং জুটিতে দলীয় ১৫৪ রান তোলেন মুমিনুল। ৬৭ রানে ফেরেন শান্ত। আর ১২৮ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন জাতীয় টেস্ট ও এ-দলের অধিনায়ক মুমিনুল।
শান্তর বিদায়ের পর আগের ম্যাচে শতক করা মুশফিকুর রহিমের ব্যাটে ধরা দেয় আরেকটি ফিফটি। তার ৬২ রানের ইনিংসে দল বড় পুঁজি পায়। ইমরুল কায়েস বিদায় নেন শূন্য করে। মিঠুনের ২৫, মোসাদ্দেকের ১৩ ও ইরফান শুক্কুরের ১০ রানের ইনিংসে ৩২২ রানের বিশাল সংগ্রহ তোলে এ-দল।
বল হাতে চার উইকেট নেন এইচপি দলের বোলার রেজাউর রহমান। রুহেল ও আমিনুল পান একটি করে উইকেট।
পাহাড়সম টার্গেটে নেমে শুরুটা দুর্দান্ত করে এএচপি দল। তানজিদ হাসানের ৮৬ ও পারভেজ হোসেইনের ৭৭ ওপেনিংয়ে ভালো সংগ্রহ তোলে। পরে তৌহিদ হৃদয়ের ৪৯ রান কিছুটা আশা জোগালেও মিডল অর্ডারে আকবর-শামীমরা সেভাবে আলো ছড়াতে ব্যর্থ হলে ২৯২ রানে অল আউট হয়ে যায় এইচপি দল।
আর ৩০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে এ-দল। ওয়ানডে ফরম্যাটে টানা দ্বিতীয় জয় পেল তারা।