জাতীয় দলের পেইসারদের কাছে মাশরাফি মোর্ত্তজা আদর্শের অন্য নাম। আর তাসকিন আহমেদের কাছে বাংলাদেশের সাবেক এ অধিনায়ক একেবারে গুরু।
ক্যারিয়ারের শুরু থেকেই মাশরাফির কাছ থেকে বোলিংয়ের খুঁটিনাটি শিখেছেন তাসকিন। তার কাছে বাবা-মার পর যদি কারও অবস্থান থাকে তাহলে সেই জায়গাটি তিনি দিয়েছেন মাশরাফিকে।
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। যার জন্য ৩ অক্টোবর দেশ ছাড়ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আর বিশ্বকাপের প্রাক্কালে হুট করে বৃহস্পতিবার মিরপুরের হোম অফ ক্রিকেটে হাজির মাশরাফি।
লম্বা সময় ধরে মাশরাফির সান্নিধ্য পাচ্ছিলেন না জাতীয় দলের ক্রিকেটাররা। সময়ের হিসাবে সেটি প্রায় এক বছর। দীর্ঘদিন পর মাশরাফিকে মাঠে পেয়ে তার থেকে বোলিংয়ের টোটকা নেয়ার সুযোগ হাতছাড়া করেননি তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার মাশরাফিকে মাঠে পেয়ে তার থেকে বোলিংয়ের কিছু গ্রিপ শিখে নিয়েছেন তাসকিন। স্লোয়ারের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা তাসকিনকে সময় নিয়ে গ্রিপ দেখিয়ে দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই পেইসার।
তাসকিন বলেন, ‘আমার আসলে পেস, সুয়িং এগুলো উন্নতি হচ্ছে কিন্তু স্লোয়ারের দিক থেকে আমি একটু পেছানো। স্লোয়ার বলে উন্নতি করতে চাই। ভাইয়াকে (মাশরাফি) বলতাম। উনি এসে কিছু গ্রিপ দেখালেন। কিছু কাটারের গ্রিপ দেখিয়েছেন। আশা করি এইগুলা প্রয়োগ করলে ফল পাব।’
তিনি আরও বলেন, ‘মূলত দুই তিনটা গ্রিপ দেখিয়েছেন। আর বলেছেন একসঙ্গে এত কিছু নিয়ে কাজ করা যাবে না। আপাতত কাটার ট্রাই করতে বলেছেন। বললেন যদি ভাল লাগে এটা কন্টিনিউ করতে পারি। এটা আয়ত্তে আসলে আরেকটা।’
নিজের ব্যস্ত সূচি থেকে সময় বের করে সতীর্থের ডাকে সাড়া দিয়ে তাকে বোলিংয়ের টিপস দেয়াতে বেশ উচ্ছ্বসিত এই পেইসার।
তাসকিন বলেন, ‘ব্যস্ততার মাঝে মাশরাফি ভাই আমাকে সময় দিয়েছেন এটা অনেক। আমার স্লোয়ার অন্যদের থেকে একটু উইক। কাজেই যে গ্রিপ দেখিয়েছেন এগুলো আগের থেকে আলাদা।
‘আমার শক্তি যেটা পেস বাউন্স এটার সঙ্গে স্লোয়ার যোগ হলে আরেকটা বিকল্প হতে পারে। হয়ত একটু সময় লাগবে। যদি শিখতে পারি আমার মনে হয় ভাল হবে।'
বিশ্বকাপের আগে অক্টোবরের দুই তারিখ করোনা পরীক্ষা করানো হবে জাতীয় দলের ক্রিকেটারদের। করোনা পরীক্ষা করানোর পর জাতীয় দলের খেলোয়াড়রা কোয়ারেন্টিনে থাকবেন। এরপর ৩ তারিখ রাত পৌনে ১১টায় ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।
৪ অক্টোবর বাংলাদেশ সময় বেলা একটায় ওমানের মাসকটে পৌঁছানোর কথা ডমিঙ্গো শিষ্যদের। এয়ারপোর্ট থেকে তারা সরাসরি চলে যাবেন কোয়ারেন্টিনে।