প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে কেক কেটে বিশেষ এই দিনটি পালন করা হয়।
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এ সময়ে উপস্থিত ছিলেন।
নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদের মতো জাতীয় দলের তারকা ও বিসিবির অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে কেক কাটেন নাজমুল ও রিয়াদ।
বিসিবির এক বিশেষ ভিডিও বার্তায় মাহমুদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা জানান টি-টোয়েন্টি অধিনায়ক।
রিয়াদ বলেন, ‘ওনার সঙ্গে বেশ কয়েকবারই গণভবনে দেখা হয়েছে। উনি আমন্ত্রণ করেছিলেন। এর মধ্যে সেরা স্মৃতি হচ্ছে একবার ওনার সঙ্গে সেলফি তোলার সুযোগ পেয়েছিলাম। উনি অনুমতি দিয়েছিলেন।’
প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখেন উল্লেখ করে রিয়াদ বলেন, তার মতো ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী দলের অন্যতম অনুপ্রেরণার উৎস।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময়ই খেলাধুলার জন্য নিবেদিত একজন। আমাদেরকে সব সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে উৎসাহিত করেন। যখন হেরে যাই তখন আরও বেশি উৎসাহ দেন যেন আমরা আরও ভালো করতে পারি।’
বিশ্বকাপে ভালো করতে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুপ্রেরণা ও দোয়া চান মাহমুদুল্লাহ রিয়াদ।
তিনি আরও বলেন, ‘তিনি যখন আমাদের খেলা দেখতে চলে আসেন, তখন সেটা আমাদের বাড়তি শক্তি জোগায়। আশা করি ওনার অনুপ্রেরণা আমরা ভবিষ্যতেও পাব।’