চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে বিসিবি হাই পারফরম্যান্স টিমকে (এইচপি) ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ এ-দল। এইচপির করা ২৪৭ রানের লক্ষ্য ১৩ বল ও ছয় উইকেট অক্ষত রেখেই টপকে যায় এ-দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে এইচপিকে ব্যাট করতে পাঠান এ-দলের অধিনায়ক মুমিনুল হক।
ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলে ওপেনার পারভেজ হোসেনের উইকেট হারায় এইচপি। দ্বিতীয় উইকেটে দলের পক্ষে বড় জুটি গড়েন তানজিদ হাসান ও মাহমুদুল হাসান।
১৩০ রান যোগ করার পর আউট হন মাহমুদুল। ৩৮ রান করে কামরুল রাব্বির বলে মাহমুদুল আউট হলে, ভাঙ্গে ১৩০ রানের জুটি।
তানজিদ আউট হন হাফ সেঞ্চুরি করে। ৮১ রান করে মোসাদ্দেকের বলে ফেরেন এই ওপেনার।
শক্ত ভিত পেলেও এইচপির হয়ে ইনিংস বড় করতে পারেননি আর কেউ। শাহাদাত হাফ সেঞ্চুরি করেন। আকবরের ব্যাট থেকে আসে ২৮।
ব্যাট হাতে অন্য কেউ অবদান রাখতে না পারলে আড়াই শর নিচে গুটিয়ে যায় এইচপি। ৪৮.৫ ওভারে ২৪৭ রানে অলআউট হয় তারা।
এ-দলের হয়ে মোসাদ্দেক হোসেন ৩১ রানে চারটি, রুবেল হোসেন ৩২ রানে আর শহিদুল ইসলাম ৫০ রানে দুটি উইকেট নেন।
জবাবে ধীরে সুস্থ করেন মুমিনুল। অন্যপ্রান্তে তার সঙ্গী নাজমুল হোসেন খেলেন দ্রুত গতিতে। ৪.১ ওভারে ৩৫ রানের জুটি গড়েন দুই জন।
১৮ বলে ২৭ রান করে নাজমুল বিদায় নেন শামীম পাটোয়ারীর বলে। এরপর মুমিনুলকে সঙ্গ দেন ইমরুল কায়েস।
সুমন খানের বলে ২৯ রান করে বিদায় নেন মুমিনুল।
বাকি সময়ে মুশফিকের ব্যাটে নির্ভার থাকে এ-দল। ইমরুল ৬০ রান করে আউট হলেও, দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক।
৯১ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। মোসাদ্দেক করেন ২৪ আর মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ২৮।
এইচপির সুমন ৫২ রানে দুই উইকেট নেন।