বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু দুই অক্টোবর

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২৭

বিশ্বকাপের আগে অক্টোবরের দুই তারিখ করোনা পরীক্ষা করানো হবে জাতীয় দলের ক্রিকেটারদের। এর মধ্যে দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপের আনুষ্ঠানিকতা।

অক্টোবরের ১৭ তারিখ শুরু হচ্ছে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের জায়গা করে নেয়ার লড়াই। স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে পরীক্ষা দিয়ে মূল পর্বে জায়গা করে নিতে হবে সাকিব-মুশফিকদের।

বিশ্বকাপের আগে অক্টোবরের দুই তারিখ করোনা পরীক্ষা করানো হবে জাতীয় দলের ক্রিকেটারদের। এর মধ্যে দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপের আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার এক বিজ্ঞপতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনা পরীক্ষা করানোর পর জাতীয় দলের খেলোয়াড়রা কোয়ারেন্টিনে থাকবেন। এরপর ৩ তারিখ রাত পৌনে ১১টায় ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।

এ নিয়ে জাতীয় দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি নিউজবাংলাকে বলেন, ‘দুই তারিখ ওদের করোনা পরীক্ষা করানো হবে। এরপর তারা নিজ বাসায় অবস্থান করবে। সেখান থেকে পরদিন ওমানের উদ্দেশে রওয়ানা দেবে।’

৪ অক্টোবর বাংলাদেশ সময় বেলা একটায় ওমানের মাসকটে পৌঁছানোর কথা ডমিঙ্গো শিষ্যদের। এয়ারপোর্ট থেকে তারা সরাসরি চলে যাবেন কোয়ারেন্টিনে।

৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর থাকছে টাইগারদের অনুশীলনের সুযোগ। ৯ তারিখ আরব আমিরাত যাবে স্কোয়াড।

সেখানে একদিনের কোয়ারেন্টিনে থেকে ১২ ও ১৪ তারিখ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদুল্লাহ বাহিনী।

১৫ তারিখ ফের ওমানে ফিরে আসবে জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর ১৭, ১৯ এবং ২১ তারিখ স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষের বাছাইপর্বের খেলায় অংশ নেবে টাইগাররা।

বাছাইপর্বে উৎরে গেলে ২২ তারিখ আরব আমিরাতের বিমানে চাপবে বাংলাদেশ। ২৩ তারিখ কোয়ারেন্টিনে থেকে ২৪ তারিখ থেকে অনুশীলনের সুযোগ পাবে রিয়াদের দল।

এ বিভাগের আরো খবর