কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের নামডাক রয়েছে তারকা তৈরির কারিগর হিসেবে। সাকিব-তামিমদের মতো খেলোয়াড় গড়ে তোলার কারিগর এই কোচকে বোর্ডের সঙ্গে যুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অক্টোবরের মাঝামাঝি বিসিবি শুরু করতে যাচ্ছে স্থানীয় কোচদের লেভেল ওয়ান কোচিং প্রোগ্রাম। আর সেখানে প্রধান নির্দেশকের দায়িত্ব পেতে যাচ্ছেন সাকিব-তামিমদের এই গুরু।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেন, ‘আমাদের লেভেল ওয়ান কোচিং প্রোগ্রামে প্রধান নির্দেশকের ভূমিকায় থাকবে সালাউদ্দিন। সে অনেক অভিজ্ঞ একজন কোচ। সে তার অভিজ্ঞতা কোচদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবে।’
সাবেক এই পেইসার জানান, জেলা পর্যায় থেকে বাছাই করে ২৪ জন কোচকে এই প্রোগ্রামের আওতায় আনা হবে।
সুজন বলেন, ‘আমরা ২৪ জন কোচকে মনোনীত করব। দেশের বিভিন্ন জায়গায় কোচের প্রয়োজনীয়তা মাথায় রেখে তাদের আমরা বাছাই করব।’
তিনি আরও বলেন, ‘অনেক জেলা আছে, যেখানে লেভেল ওয়ান ডিগ্রিধারী কোনো কোচ নেই। আমরা চাই সেসব জেলার খেলোয়াড়রাও যেন লেভেল ওয়ান কোচের অধীনের নিজেদের অনুশীলন চালিয়ে নিতে পারে।’
বোর্ডের দেয়া দায়িত্ব পেয়ে বেশ খুশি কোচ সালাউদ্দিন। ক্যারিয়ারের লম্বা সময় তিনি কাটিয়েছেন ডেভ হোয়াটমোর, জেমি সিডন্সের মতো অভিজ্ঞ কোচদের সঙ্গে। সেখান থেকে অর্জিত শিক্ষা তিনি বিলিয়ে দিতে চান তৃণমূল পর্যায়ে কাজ করে।
এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় একটা সুযোগ। আমি এর জন্য অপেক্ষায় আছি। আমি যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে তাদের আরও ভালো কোচ বানাতে পারি, তাহলে এটা আমার জন্য বড় অর্জন হবে। কারণ তারা সবাই তৃণমূল পর্যায়ে কাজ করবে।’