বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে হচ্ছে উন্নতমানের ক্রিকেট অ্যাকাডেমি

  •    
  • ২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৫৩

আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নের অংশ চট্টগ্রামে খুব দ্রুত ক্রিকেট অ্যাকাডেমি চালু করতে যাচ্ছেন তারা। সিলেট এবং খুলনাতে আরও দুটি অ্যাকাডেমি হবে বলে জানান আকরাম ও দুর্জয়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্বলতার জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে আঞ্চলিক ক্রিকেটের অবকাঠামোগত উন্নতি। বোর্ড নির্বাচনের আগে বিষয়টি নিয়ে হুট করে নড়েচড়ে বসছেন সাবেক বোর্ড কর্তারা।

এতো দিন ধরে যেই বিষয়টিতে নজর দেয়ার সময় ছিল না বোর্ডের কর্তাদের, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেই বিষয়টিই সবার আগে রাখছেন সাবেক ক্রিকেটার আকরাম খান এবং সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।

আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নের অংশ চট্টগ্রামে দ্রুত ক্রিকেট অ্যাকাডেমি চালু করতে যাচ্ছেন তারা। একই সঙ্গে সিলেট এবং খুলনাতে দুটি একাডেমি হবে বলে জানান আকরাম এবং দুর্জয়।

সোমবার নির্বাচনের মনোনয়ন পত্র কেনার পর সাংবাদিকদের কাছে এমনটা জানান সাবেক তারা।

আকরাম খান বলেন, ‘প্রথমত বিভাগের জন্য, চট্টগ্রামের জন্য কাজ করছি। এরপর দেশের জন্য তো আমরা কাজ করছিই। আমাদের একটা অ্যাকাডেমি করার পরিকল্পনা ছিল। কিন্তু কোভিডের কারণে অনেক পিছিয়েছি। পরিস্থিতি ভালো থাকলে কিছুদিনের ভেতর আমরা কাজ শুরু করতে যাচ্ছি।’

‘চট্টগ্রাম বিভাগে যতগুলো জেলা রয়েছে প্রতিটির মেধাবী ক্রিকেটারদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করব। ২-৩ মাসের ভেতর আপনারা ফল পাবেন। চট্টগ্রাম, খুলনা ও সিলেটেও অ্যাকাডেমি হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে আমরা উন্নতমানের অ্যাকাডেমি করতে যাচ্ছি।’

একই সুর ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের কণ্ঠেও।

তিনি বলেন, 'চট্টগ্রাম ক্রিকেট এসোসিয়েশনের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম এবং সিলেটে আরও দুটি হবে। কাজও শুরু হয়ে গিয়েছে।’

এ বিভাগের আরো খবর