বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এএফসি কাপের দলে উচ্ছ্বাস ও জুলকারনাইন

  •    
  • ২৪ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫৮

দলে সুযোগ হয়েছে বিপিএলের সেরা উদীয়মান ফুটবলার নিহাত জামান উচ্ছ্বাসের। জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি মিডফিল্ডার ইউসুফ জুলকারনাইন হক।

এএফসি অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্টকে সামনে রেখে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকের অধীনে এ টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ অলিম্পিক দল।

দলে সুযোগ হয়েছে বিপিএলের সেরা উদীয়মান ফুটবলার নিহাত জামান উচ্ছ্বাসের। জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি মিডফিল্ডার ইউসুফ জুলকারনাইন হক।ইংল্যান্ডের লিগ ওয়ানের দল ইপসউইচ টাউনের হয়ে খেলেন জুলকারনাইন।মোহামেডানের জাফর ইকবাল, সাইফের দুই ফাহিমসহ সিনিয়র জাতীয় দলের একঝাঁক তারকা ফুটবলার সুযোগ পেয়েছেন দলে।

২৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা। কুয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো। বাছাইপর্বে বাংলাদেশ লড়বে সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েতের বিপক্ষে।

বাছাইপর্বে অংশ নিতে ২১ অক্টোবর দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা।

বর্তমানে জাতীয় দলের সঙ্গে অনুশীলনরত ফুটবলাররা আবাসিক ক্যাম্প শেষে সরাসরি অনূর্ধ্ব ২৩ দলের ক্যাম্পে যোগ দেবেন।

গোলকিপার: মো. পাপ্পু হোসাইন, শান্ত কুমার রে, মিতুল মারমা, মাহফুজ হাসান প্রিতম।

ডিফেন্ডার: মো. রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, মো. সবুজ হোসাইন, বিশ্বনাথ ঘোষ, মো. রিমন হোসেন, তারিক রায়হান কাজী, মো. আতিকুজ্জামান, টুটুল হোসেন বাদশা, মো. রিদয়, মনির আলম, আইএসএ ফয়সাল, মো. হাফিজুর রাহমান তপু, মনির হোসেন, মো. রুস্তম ইসলাম দুখু মিয়া, মো. মাহমুদুল হাসান কিরণ।

মিডফিল্ডার: মো. আবু সাঈদ, বিপলু আহমেদ, মো. ফাহিম মোরশেদ, দীপক রয়, মো. মানিক হোসেন মোল্লা, পাপন সিংহ, মো. এনামুল গাজী।

স্ট্রাইকার: মো. মারাজ হোসেন, মো. রহিম উদ্দিন, মো. ফয়সাল ফাহিম, মাহবুবুর রহমান, আমির হাকিম বাপ্পি, জাফর ইকবাল, মো. জামির উদ্দিন, মো. জুয়েল, মো. সাব্বির আহমেদ, মো. নিহাত জামান উচ্ছ্বাস, ইউসুফ জুলকারনাইন হক।

এ বিভাগের আরো খবর