তরুণ তোপের উপর ভরসা রেখে আড়াই বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টে পা রেখে বাস্তবতা দেখল বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইয়ে জর্ডানের কাছে বড় ব্যবধানে হেরে দ্বিতীয় ও শেষ ম্যাচে ইরানের কাছে বিধ্বস্ত হয়েছে সাবিনা-কৃষ্ণারা।
অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে উজবেকিস্তানে যায় বাংলাদেশ। দলের অধিকাংশ ফুটবলারের বয়স ১৯-২০ বছরের নিচে। বয়সভিত্তিক পর্যায়ে জর্ডান ও ইরানকে হারানোর অভিজ্ঞতা থাকা এই দলটা একেবারে তরুণ।
বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে ইরানে কাছে ৫-০ গোলে হেরেছে জাতীয় নারী ফুটবল দল।
একই ব্যবধানে প্রথম ম্যাচটাও হারের স্বাদ পেয়েছিল গোলাম রাব্বানী ছোটনের বাহিনী। দুই ম্যাচে হারের অভিজ্ঞতাকে সঙ্গী করে দেশে ফিরছে মেয়েরা।
ইরান ম্যাচে প্রথমার্ধে তিন গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল খেয়ে বড় হারের তেতো অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ে সাবিনা-কৃষ্ণারা।