বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিছিয়ে পড়েও বড় জয় সিটিজেনদের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪২

শুরুতে পিছিয়ে পড়লেও সেই ধাক্কা কাটিয়ে প্রতিপক্ষের জালে ৬টি গোল পুরে দিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলা শীষ্যরা।

লিগ কাপের তৃতীয় ম্যাচে তৃতীয় বিভাগের ক্লাব ওয়াইকম্ব ওয়ান্ডারার্সের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শুরুতে পিছিয়ে পড়লেও সেই ধাক্কা কাটিয়ে প্রতিপক্ষের জালে ৬টি গোল পুরে দিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলা শীষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের ২২ মিনিটের মাথায় পিছিয়ে পরে সিটিজেনরা। ব্রেন্ডন হানলান দুর্দান্ত এক গোলে লিড এনে দেন সফরকারীদের।

কিন্তু এরপর সিটির সামনে আর দাঁড়াতেই পারেনি ওয়াইকম্ব। ২৯ মিনিটেই দলকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনি। আর এর মধ্য দিয়েই শুরু হয় সিটিজেনদের গোল উৎসব।

ম্যাচের ৪৩ তম মিনিটে দলকে লিড এনে দেন রিয়াদ মাহরেজ। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধানটা ৩-১ হয় ফিল ফোডেনের কল্যাণে।

দ্বিতীয়ার্ধে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ওয়াইকম্ব। কিন্তু স্বাগতিকদের আক্রমণের তোপে ব্যর্থ হয় তাদের সেই প্রচেষ্টা। ৭১ মিনিটের সময় ফেরান টরেস গোল ব্যবধান বাড়িয়ে করেন ৪-১।

ম্যাচের ৮৩ মিনিটে ওয়াইকম্বের জালের ঠিকানা ফের খুঁজে নেন রিয়াদ। সবশেষ ৮৮ মিনিটে সফরকারীদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কোল পালমার। আর সেই সুবাদে ৬-১ এর বড় ব্যবধানে জয় পায় সিটিজেনরা।

পুরো ম্যাচজুড়ে ওয়াইকম্বের পোস্টে ২৬টি আক্রমণ চালায় ম্যান সিটি। যেখানে ১৪টি শট ছিল অন টার্গেটে। অপরদিকে ১২ বার আক্রমণ চালিয়ে মাত্র ৪ বার পোস্টে বল নিতে সক্ষম হন সফরকারী দলের ফুটবলাররা।

এদিকে দিনের আরেক ম্যাচে নরউইক সিটিকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন তাকুমি মিনামিনো, বাকি গোলটি আসে ডিভক অরিগির কল্যাণে।

এ বিভাগের আরো খবর