লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে রোনাল্ড আরাউহোর শেষ মুহূর্তের গোলে গ্রানাদার বিপক্ষে হারের লজ্জা এড়িয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে গ্রানাদার বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ঘরের মাঠে ৩-০ গোলে বায়ার্নের কাছে বিধ্বস্ত হবার পর ধারণা করা হচ্ছিল গ্রানাদার বিপক্ষে ঠিকই ঘুরে দাঁড়াবে বার্সেলোনা। সেই লক্ষ্যে পাঁচ পরিবর্তন এনে নেমেছিল মাঠে। কিন্তু সেই আশায় গুড়ে বালি দিয়ে ম্যাচের দুই মিনিটের মাথায় এক গোল খেয়ে বসে কাতালানরা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে সার্জিও পালোমোর দুর্দান্ত এক ক্রসে জালের ঠিকানা খুঁজে নিয়ে সফরকারীদের লিড এনে দিয়েছিলেন ডোমিঙ্গোস দুয়ার্তে।
ছয় মিনিটের মাথায় ফেলিপে কোতিনিয়ো গ্রানাদার ডি-বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে বার্সা। তবে রেফারির পক্ষ থেকে সাড়া না মেলায় পেনাল্টি বঞ্চিত হয় তারা।
ম্যাচের ১৮ মিনিটে সমতায় ফেরার দুর্দান্ত এক সুযোগ তৈরি করেছিলেন সার্জি রবার্তো। তবে সমতায় ফেরা হয়নি কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে না পারার কারণে।
শুরুতে লিড নিলেও ম্যাচের বাকি অংশে আধিপত্য বিস্তার করেছিল বার্সা। ৭৭ ভাগ সময় তাদের পায়ে বল ছিল। সে সময় প্রতিপক্ষের জালে গোলের জন্য আক্রমণ হয়েছিল ১৭ বার। যার ভেতর ৬টি ছিল লক্ষ্যে।
প্রতিবারই বাদ সেধেছেন গ্রানাডার গোলবারের নিচে অতন্দ্র প্রহরীর দায়িত্বে থাকা লুইস ম্যাক্সিমানো। রুখে দিয়েছেন ৫টি শটই।
ম্যাচের শেষ মিনিটে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন আরাউহো। পাবলো গাভিরার ক্রসে কাছ থেকে হেড করে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে সমতায় ফেরান উরুগুয়ের এই ডিফেন্ডার।
চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বার্সেলোনা। ৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে গ্রানাদা।
পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। সমান ১০ পয়েন্ট করে নিয়ে ভালেন্সিয়া তিনে ও রিয়াল সোসিয়েদাদ চারে আছে।