জেমি ডের অধ্যায় শেষ। এখন অস্কার ব্রুজনের কাছে দায়িত্ব বুজিয়ে দেয়ার পালা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন এই স্প্যানিশ কোচ।
একই দিনে সাফ ফুটবলের জন্য নতুন দল ঘোষণা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
শুক্রবার জেমি ডেকে বিদায় বলে দেয়ার পর অস্কার ব্রুজনকে কোচ হিসেবে ঘোষণা করে বাফুফে। মাঝে অস্কারের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠকেও বসেন ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বৈঠকে কোচের চাওয়া ও ফেডারেশনের প্রত্যাশা এক বিন্দুতে মিলিত হয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন মঙ্গলবার জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন অস্কার ব্রুজন।
সোহাগ বলেন, ‘সবাই অধীর আগ্রহে বসে আছে জাতীয় দল নিয়ে। জাতীয় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বলতে পারি, অস্কার ব্রুজনও কোচ হওয়ার ব্যাপারে অনেক উৎসাহী।’
সাফের জন্য ৩৪ জনের প্রাথমিক দল দিয়েছিল ফুটবল ফেডারেশন। হঠাৎ হাওয়া বদলে নতুন কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন অস্কার ব্রুজন। জেমির দেয়া স্কোয়াডেও পরিবর্তন আসছে।
অস্কারের পছন্দ অনুযায়ী নতুন দল ঘোষণা করা হবে বলে জানান দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘নতুন কোচের নতুন দর্শন। স্বাভাবিকভাবে উনারও পছন্দ থাকতে পারে। উনি যে দল দেবেন তার অপেক্ষায় আছি।’
অস্কারের পছন্দ অনুযায়ী সহকারি কোচ ও ফিজিও বদল হচ্ছে জাতীয় দলের। সাধারণ সম্পাদক সোহাগ বলেন, ‘সে নির্দিষ্টভাবে স্থানীয় কোচ নিতে চাচ্ছে ও ফিজিও চেঞ্জ করতে চায়। তার কাছে ফিজিও একটা গুরুত্বপূর্ণ অংশ।’
মঙ্গলবার দল ঘোষণার পরপরই সাফ প্রস্তুতির ক্যাম্পে যোগ দেবেন ডাক পাওয়া জাতীয় ফুটবলাররা।