১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। কথা ছিল তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার। তবে সিরিজ না খেলে দেশে ফিরে যাচ্ছে ব্ল্যাক ক্যাপস।
নিরাপত্তা ইস্যু দেখিয়ে খেলা শুরুর আগ মুহূর্তে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ডের এই সিরিজ বাতিলের বিষয়টি ভাবাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) তাদের পাকিস্তান সফর নিয়ে। গতকাল কিউইরা সিরিজ বাতিলের পর ইসিবি এক বিবৃতিতে জানায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার ভেতর তাদের সিরিজটি নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবেন তারা।
ইংল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা জাগার পর এবারে শঙ্কা জেগেছে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়ে। নিরাপত্তা ইস্যুটি নিজেরা পর্যালোচনা আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেওয়ার কথা জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানান, বিষয়টি তারা নিজেরা খতিয়ে দেখবেন আসলেই কোনো ঝুঁকি রয়েছে কিনা।
তিনি বলেন, ‘আমরা এ ব্যপারে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো ও যথাযথভাবে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসব।’
এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে নির্বাসিত ছিল পাকিস্তান। পরে শ্রীলঙ্কার হাত ধরে প্রায় এক যুগ পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে পাকিস্তান।
পিসিবি আয়োজন করে বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ। তবে নিউজিল্যান্ডের পিছু হটায় আবার শঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের নির্বাসনের।