যেমন জল্পনা-কল্পনা চলছিল তেমনটা সত্যি হলো। ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াডের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন ভিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলের অধিনায়ক আর থাকছেন না বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এক টুইটার বার্তায় নিজের এই সিদ্ধান্ত জানান কোহলি। কোহলি জানান দলের সিনিয়র সদস্য রোহিত শর্মা ও কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনা করে নিজের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি লেখেন, ‘সিদ্ধান্তটা নিতে সময় লেগেছে। রোহিত ও রবি ভাইয়ের মতো নেতৃস্থানীয়দের সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে দুবাইয়েরটি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াব।’
কারণ হিসেবে কোহলি তুলে ধরেছেন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির প্রেক্ষিতে ও টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আরও বেশি সময় দিতে ও সম্পৃক্ত হতে চান তিনি।
তিনি লেখেন, ‘আমার মনে হয়েছে ভারতীয় দলকে ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব করার জন্য আরও বেশি সময় প্রয়োজন। অধিনায়ক হিসেবে আমি টি-টোয়েন্টি দলকে সবকিছু উজাড় করে দিয়েছি। ব্যাটসম্যান হিসেবেও তাই করতে চাই।’
গত সোমবার টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায় যে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা সেরেছেন কোহলি।
২০১৪ সালে মহেন্দ্র ধোনির কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব পান কোহলি। আর ২০১৭ সাল থেকে ভারতকে তিন ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন নভেম্বরে ৩৩ পূর্ণ করতে যাওয়া এই ব্যাটসম্যান।
তার অধীনে ভারত ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জিততে ব্যর্থ হয় ভারত।