ছয় বছর পর বাংলাদশ সফরে আসছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নভেম্বরের মাঝামাঝি তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে বাবর আজম-শাহিন আফ্রিদিরা।
করোনা মহামারির সময়ে এখন পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত অধিকাংশ সিরিজের ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। লম্বা সময় পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরছে খেলা।
এরই মধ্যে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ১৯, ২০ ও ২২ নভেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি।
২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে ৪ ডিসেম্বর থেকে।
সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান। ২০২০ সালে পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যায় বাংলাদেশ। করোনার কারণে সিরিজের মাঝপথেই ফিরে আসতে হয়েছিল টাইগারদের।
করোনার মধ্যেও শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে বায়ো বাবল দবজায় রেখে সফলভাবে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে চলতি বছর চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।