আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে শর্টার ফরম্যাটের ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)
আসরে অংশ নিতে যাওয়া ১৬ দেশের ভেতর বাকি ১৫টি দেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছিল তাদের বিশ্বকাপের চূড়ান্ত দল। সর্বশেষ দেশ হিসেবে স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকেই দুর্দান্ত বোলিং করে নজর কেড়ে দলে নিজের জায়গা করে নিয়েছেন স্পিনার মহিশ থিকসানা। একই সঙ্গে দলে নিজের জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে।
বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেইসার নুয়ান প্রদীপের। তার জায়গা মিলেছে দলের রিজার্ভ বেঞ্চে। একই সঙ্গে নিষেধাজ্ঞা থাকায় দলের সঙ্গে নেই নিরোশান ডিকওয়ালা, কুশাল মেন্ডিস এবং দানুষ্কা গুনাথিলাকা।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম।
স্ট্যান্ড বাই: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।