কিরগিজস্তানের ত্রিদেশীয় সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার রাত ১১.২০ মিনিটে দেশে পৌঁছায় লাল সবুজের প্রতিনিধিরা।
শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিকেল পাঁচটায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট দেরি হওয়ায় রাত সাড়ে ১১টায় দেশে পৌঁছান জাতীয় দলের ফুটবলাররা।
অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের কিরগিজস্তান সফরটা ছিল সুফিল-জামালদের জন্য প্রস্তুতি। প্রস্তুতিটা ভাল হয়নি লাল-সবুজ জার্সিধারীদের।
সফরে তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি জেমি ডের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরে ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু করে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয় জামাল ভুঁইয়াদের। শেষ ম্যাচে কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারী দল।
ফুটবলাররা দেশে ফিরে নিজ নিজ ক্লাবে যোগ দেবেন। লিগে তিন ম্যাচ শেষ করে আবারও জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। অক্টোবরের এক তারিখ থেকে মালদ্বীপে শুরু হবে সাফ ফুটবল।