শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে হেরে টি-টোয়েন্টি সিরিজে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে সাউথ আফ্রিকা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে ২৮ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রোটিয়ারা। সফরকারীদের দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৫ রানেই থেমে যায় লঙ্কানদের রানের চাকা।
কলম্বোর প্রেমাদাসায় টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি থেকে প্রোটিয়াদের দুর্দান্ত এক সূচনা এনে দেন কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকস। দুই জনের অবিচ্ছেদ্য ৭৩ রানের জুটিতে ভর করে বড় সংগ্রহের ভীত পায় সফরকারীরা।
দলীয় ৭৩ রানে ডি কক এবং ৭৯ রানে হেনড্রিকস বিদায় নিলে কিছুটা চাপে পড়ে প্রোটিয়ারা। সেই চাপ আরও বাড়ে ২ রান করেই থিকসানার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে হেনরিক ক্লাসেন মাঠ ছাড়লে।
কিন্তু সেই চাপটা পুষিয়ে দেন এইডেন মারক্রাম। সঙ্গে নেন ডেভিড মিলারকে। দুইজনের ৬৫ রানের ঝোড়ো পার্টনারশিপে ১৫০ ছাড়ায় দক্ষিণ আফ্রিকা। ৩৩ বলে ৪৮ রানের ইনিংস খেলে মারক্রাম যখন বিদায় নেন, সে সময় দলে স্কোর ১৫২ রান।
শেষতক ৫ উইকেট হারিয়ে স্কোরশিটে ১৬৩ রান তুলতে সক্ষম হয় কেশভ মহারাজের দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা সফরকারীদের মতো না হলেও খুব একটা খারাপ হয়নি লঙ্কানদের। উদ্বোধনী জুটিতে আভিশকা ফার্নান্দো ও চান্দিমালের কল্যাণে আসে ৩৪ রান। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে আসতে হয় ফার্নান্দোকে। এক বল বাদেই শূন্যহাতে ফেরত যান ভানুকা রাজাপাকসে।
উইকেটের অন্যপ্রান্তে এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। কিন্তু এক প্রান্ত আগলে ধরে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন চান্দিমাল। কিন্তু তার অপরাজিত ৫৪ বলে ৬৬ রানের ইনিংস বিফলে যেতে হয়। প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটের খরচায় ১৩৫ রান তুলেই থামতে হয় লঙ্কানদের।