আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের এই দলে বড় চমক ছয় বছর পর দলে ফেরা রভি রামপল। আর দল থেকে বাদ পড়েছেন জেসন হোল্ডার ও সুনিল নারাইন।
শর্টার ফরম্যাটের ক্রিকেটের বিশ্বকাপে ক্যারিবীয়দের নেতৃত্বের ভার দেয়া হয়েছে কাইরন পোলার্ডের ওপর। তার সহকারী হিসেবে নিযুক্ত করা হয়েছে নিকোলাস পুরানকে।
উইন্ডিজ বিশ্বকাপ দলের সবচেয়ে বড় চমক রামপল। ২০১৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে টি-টোয়েন্টি খেলেছিলেন রামপল। এরপর জাতীয় দলের জার্সিতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি ডানহাতি এই পেইসারকে।
চলতি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আট ম্যাচে ৭ দশমিক ২০ ইকোনোমি রেটে ঝুলিতে পুরেছেন ১৭টি উইকেট; যেখানে ছিল তার গড় ১৭ রান। দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি ডাক পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে।
এদিকে অভিষেকের অপেক্ষায় রয়েছেন সিপিএলে দুর্দান্ত পারফর্ম করা আরেক অলরাউন্ডার রস্টন চেইজ। ডানহাতি এই ব্যাটসম্যান লিগের সাত ম্যাচে ১৫১ দশমিক ০৭ স্ট্রাইক রেটে ৭০ দশমিক ২৫ গড়ে করেছেন ২৮১ রান।
দলের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও কোনো এক অজানা কারণে জেসন হোল্ডারকে রিজার্ভে রেখেই বিশ্বকাপে যাচ্ছে ক্যারিবীয়রা। পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের সর্বশেষ সিরিজটিতেও তিনি ছিলেন।
সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে ২৬ রানের খরচায় নিয়েছিলেন চারটি উইকেট। কিন্তু তারপরও রিজার্ভে রাখা হয়েছে তাকে। রিজার্ভেও জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার সুনিল নারাইনের।
বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রস্টন চেইস, আন্ড্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রভি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
রিজার্ভ: ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, আকিল হোসেইন, জেসন হোল্ডার।