অক্টোবরে সাফ ফুটবল সামনে রেখে কিরগিজস্থানে প্রস্তুতি সফর শেষ করল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে সিনিয়র দুই দলের কাছে হেরে শেষ ম্যাচে কিরগিজস্থান অনূর্ধ্ব ২৩ দলের সঙ্গেও হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার সফরের শেষ ম্যাচে শ্বাসরুদ্ধকরভাবে ৩-২ ব্যবধানে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে জেমি ডের বাহিনী। এ ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন বাংলাদেশের স্ট্রাইকার সুমন রেজা।
তবে দ্বিতীয় ম্যাচের আট ফুটবলারকে বিশ্রামে রেখেছিলেন জেমি। অভিষেক করানো হয়েছে গোলকিপার মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জামান আতিককে। বেঞ্চে ছিলেন জামাল-তপু-তারিকসহ নিয়মিত একাদশের সিংহভাগ ফুটবলার।
জয়ের আশায় শেষ ম্যাচে নেমে দারুণ শুরুও করে বাংলাদেশ।
ম্যাচের ৪০ সেকেন্ডে কর্নার আদায় করে বাংলাদেশ। এরপর টানা ১০ মিনিট বল ছিল কিরগিজদের অর্ধে। সাফল্য পেতেও সময় লাগেনি। সুমন রেজার দূরপাল্লার শটে লিড নেয় লাল-সবুজরা।
এরপরে প্রথমার্ধে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে জেমির দল। ম্যাচের ২৪ মিনিটে জানিবেকের গোলে সমতায় ফিরেছিল কিরগিজস্থান। বরুবায়েভের আরেকটি গোলে ম্যাচের ২৮ মিনিটে লিড নেয় কিরগিজরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোলে ব্যবধান ৩-১ করে কিরগিজরা। পরে সুমন রেজার আরেকটি গোলে ব্যবধান ৩-২ করে বাংলাদেশ।
কামব্যাক করে মুহুর্মুহু আক্রমণেও পরে আর গোল করা সম্ভব হয়নি লাল-সবুজদের।
শ্বাসরুদ্ধকর ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এ হারে তিন ম্যাচেই পরাজয় নিয়ে সাফের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ।
দেশে ফিরে লিগে তিন ম্যাচ শেষ করে আবারও জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। অক্টোবরের এক তারিখ থেকে মালদ্বীপে শুরু হবে সাফ ফুটবল।