বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াই শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ১৫ জনের সঙ্গে স্ট্যান্ডবাই রাখা হয়েছে পেইসার রুবেল হোসেন ও লেগস্পিনার আমিনুল ইসলামকে।
স্ট্যান্ডবাই থাকা আমিনুল ইসলামকে ছাড়া মূল দলে নেই কোনো লেগস্পিনার। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ যাচ্ছে লেগস্পিনার ছাড়া।ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলগুলোতে যেখানে মূল দলে রাখা হয়েছে লেগস্পিনার, সেখানে টাইগারদের লেগস্পিনার যাচ্ছেন স্ট্যান্ড বাই হিসেবে।
বৃহস্পতিবার দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, বিশ্বকাপের মূল পরিকল্পনায় নেই লেগস্পিন।
তিনি বলেন, ‘লম্বা সময় কিন্তু সে অসুস্থ ছিল। সেখান থেকে সে ফিরে এসেছে। তারপরও ওকে আমরা নিয়ে যাচ্ছি। আমরা যে পরিকল্পনায় খেলব সেখানে তাকে বসানো যাচ্ছে না। তাই তাকে মূল দলে রাখা যায়নি।’
এদিকে টানা কয়েকটি সিরিজ দলের সঙ্গে থেকেও খেলার সুযোগ পাননি জাতীয় দলের পেইসার রুবেল হোসেন। চলতি বছরের মার্চে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে খেলেন রুবেল। এরপর দলের সঙ্গে থাকলেও একাদশে আর ডাক পাননি অভিজ্ঞ এই পেইসার।
মিনহাজুল জানান দলের কম্বিনেশনে বেশি পরিবর্তন আনতে ইচ্ছুক নয় টিম ম্যানেজমেন্ট। তবে অভিজ্ঞ খেলোয়াড় হওয়ায় বিকল্প হিসেবে রাখা হয়েছে রুবেলকে।
মিনহাজুল বলেন, ‘সবাইকে ১১ জনের মধ্যে খেলানো মুশকিল। দল যখন ভাল খেলতে থাকে তখন একাদশ বদল করতে চায় না ম্যানেজমেন্ট। তো ধারাবাহিক ভাবে ওই ১১ জনের ওপরই বিশ্বাস রাখা হয়। সেই হিসাবে রুবেল ম্যাচ পায়নি। কিন্তু সে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার। নিজেকে যেভাবে তৈরি রেখেছে তাতে যখন দরকার হবে আমরা ওর সেরা সার্ভিসটা পাব।’