বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথমবারের মতো বিশ্বকাপে ছয় টাইগার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ সেপ্টেম্বর, ২০২১ ১২:৫৪

ছয় ক্রিকেটার আফিফ হোসেন, নাঈম শেখ, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, মাহেদী হাসান ও নাসুম আহমেদ প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে বিশ্বকাপে খেলবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কোনো চমক না থাকলেও, ছয়জন খেলোয়াড় প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।এই ছয় তরুণ তারকা হচ্ছেন আফিফ হোসেন, নাঈম শেখ, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, মাহেদী হাসান ও নাসুম আহমেদ।টি-টোয়েন্টিতে আফিফের অভিষেক ২০১৮ সালে। ২৭ ম্যাচে ১৬.২০ গড়ে ৩২৪ রান তার সংগ্রহে। সর্বোচ্চ ৫২ রানের ইনিংস রয়েছে এই হার্ডহিটারের।একই বছর অভিষেক হয় মাহেদী হাসানেরও। স্পিন বোলিং এই অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন ১৮টি। ১৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১২ গড়ে করেছেন ১২০ রান।এই দুজনের পরের বছর অর্থাৎ ২০১৯ সালে লাল-সবুজ ক্যাপ পান নাঈম শেখ। ওপেনিং ব্যাটসম্যান নাঈম ২১ টি-টোয়েন্টিতে ২৭.৩৫ গড়ে করেছেন ৫৪৭ রান। সর্বোচ্চ ইনিংস ৮১ রানের।২০২১ সালে অভিষেক হয়েছে নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারীর।

স্পিনার নাসুম ১৩ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। আর মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম ছয় ম্যাচে ১৭.৫০ গড়ে করেন ৭০ রান।দলের লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিন বিশ্বকাপ খেলেছেন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দলের অংশ ছিলেন তারা।

পাঁচ বছর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন না তারা। এটি তাদেরও প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে।

এ বিভাগের আরো খবর