ভারতের সর্বকালের সফল অধিনায়ক তিনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা এসেছে তার নেতৃত্বে।তাই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মহেন্দ্র সিং ধোনিকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও রাখছে দলের সঙ্গে। সাবেক এই অধিনায়ক এবারের টুর্নামেন্টে থাকছেন দলের মেন্টর।
তার কাছ হবে দলকে সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া।
বুধবার রাতে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে চমক দুটি। বাদ পড়েছেন অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান। আর স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ স্পিনার রভিচন্দ্রন আশউইনকে।
১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন চার বছর আগে ভারতের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলা আশউইন। বাদ পড়েছেন রিস্টস্পিনার জুটি ইউজভেন্দ্র চেহেল ও কুলদিপ ইয়াদভও।।
দলে ডাক পাওয়া পাঁচ স্পিনার হলেন রাহুল চাহার, আক্সার পাটেল, রভিন্দ্র জাডেজা, আশউইন ও ভারুন চক্রবর্তী।
তিনজন পেইসার ডাক পেয়েছেন স্কোয়াডে। জাসপ্রিত বুমরাহর সঙ্গে নতুন বলের দায়িত্বে থাকবেন ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি। এ ছাড়া মিডিয়াম পেইসার হার্দিক পান্ডিয়াকেও রাখা হয়েছে দলে।
দলে ডাক পেয়েছেন দুই উইকেটকিপার রিশাভ পান্ট ও ইশান কিশান।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড:
মেন্টর: মহেন্দ্র সিং ধোনি
ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুরিয়াকুমার ইয়াদভ, রিশাভ পান্ট, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রভিন্দ্র জাডেজা, রাহুল চাহার, রভিচন্দ্রন আশউইন, আক্সার পাটেল, ভরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।
স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।