বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যেকোনো উইকেটে বল করতে প্রস্তুত নাসুম

  •    
  • ৯ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৩৫

মিরপুরের উইকেট থেকে বিশ্বকাপের মঞ্চ ও কন্ডিশন আলাদা হলেও এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে সেরা খেলোয়াড় হওয়া এই স্পিনার জানান, যে কোনো উইকেটে বোলিং করতে প্রস্তুত তিনি।

ঘরের মাঠে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলে সরাসরি বিশ্বকাপের বাছাইপর্বের মিশনে যাবে বাংলাদেশের ক্রিকেটাররা। শেরে বাংলার স্লো উইকেটে লম্বা সময় ধরে খেলার কারণে স্বাভাবিকভাবেই ওমানের ভিন্ন উইকেটে মানিয়ে নিতে হবে টাইগারদের।

১৭ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াই। ওমানের মাঠে টাইগারদের দিতে হবে সেই পরীক্ষা। আর সেখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এক সপ্তাহ সেখানে ক্যাম্প করার কথা রয়েছে সাকিব-মুশফিকদের।

মিরপুরের উইকেট থেকে বিশ্বকাপের মঞ্চ ও কন্ডিশন আলাদা হলেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে সেরা খেলোয়াড় হওয়া এই স্পিনার জানান, যে কোনো উইকেটে বোলিং করতে প্রস্তুত তিনি।

নাসুম বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যে কোন উইকেটেই বল করতে হবে। ফ্ল্যাট হোক বা টার্নিং হোক আমাকে ভাল করতে হবে ও পরিস্থিতি অুনযায়ী বল করে যেতে হবে। কোন জায়গায় কেমন উইকেট তা তো আমি আগে থেকে জানব না। চেষ্টা থাকবে যতটুক ভাল করা যায়।’

একই সঙ্গে নাসুম মনে করেন টানা তিনি টি-টোয়েন্টি সিরিজ জয়ে দেশে বিশ্বকাপের প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। এই জয়গুলো বিশ্বকাপে বাংলাদেশকে ভালো করার প্রেরণা যোগাবে বলে মনে করেন তরুণ এই স্পিনার।

নাসুম বলেন, ‘প্রস্তুতি বলতে সবচেয়ে বড় কথা আমরা ম্যাচ জিতছি। আর ম্যাচ জিতলে এমনিতে আত্মবিশ্বাস উঁচুতে থাকে। বিশ্বকাপে এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাসকে ধরে রাখবে। অনেক ভাল করব বলেই আমার বিশ্বাস।’

বাছাইপর্বে ওমান, পাপুয়া নিউগিনি এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশকে। সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন বাঁ গ্রুপ রানার আপ হলেই মিলবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট।

এ বিভাগের আরো খবর