ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এমন বাজেভাবে হারার বিষয়টি মেনে নিতে পারছেন না জেমি ডে। ম্যাচে ফুটবলারদের ভুলত্রুটি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে সেশন করেছেন জাতীয় দলের এই প্রধান কোচ।
এখন আলোচনায় কিরগিজস্তানের কাছে বড় হার। ম্যাচ হারার পর জেমি বলেন, ‘এখান থেকে আমরা অনেক অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে যাচ্ছি।’
গুরুর পথে হাঁটলেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। এই সফর থেকে নিজেদের ভুলত্রুটি শুধরে করে দেশে ফেরার কথা জানিয়েছেন এই ডিফেন্ডার।
বিশ্বনাথ এক ভিডিওবার্তায় বলেন, ‘এখানে যেগুলো ভুলত্রুটি হচ্ছে, কোচ ধরিয়ে দিচ্ছেন। এখান থেকে ভুল সংশোধন করে আমরা দেশে যাব। আমরা সাফের জন্য একটা ভালো প্রস্তুতি নিচ্ছি।’
কিরগিজদের কাছে শেষ ম্যাচে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। রক্ষণ কি ঠিকমতো সামলানো গেছে? কামব্যাকের প্রত্যয় অভিজ্ঞ এই ডিফেন্ডারের কণ্ঠে।
বিশ্বনাথ বলেন, ‘চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে খেলার। দুইটা ম্যাচে হেরে গেছি। চেষ্টা করছি যেন তাড়াতাড়ি কামব্যাক করতে পারি। আমাদের আরেকটা খেলা আছে। এই ম্যাচটা ভালোভাবে শেষ করে দেশে ফিরতে চাই। সাফের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটা যেন সফলভাবে শেষ করতে পারি।’