সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লেইথাম। আজ সফরকারী দল জিতলে তারা সিরিজে সমতা ফেরাবে। আর বাংলাদেশ জিতলে সিরিজ নিশ্চিত হবে স্বাগতিক দলের।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ৭ উইকেট ও চার রানে জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। তৃতীয় ম্যাচে ৫২ রানে জিতে ব্যবধান ২-১ করে ফেলে ব্ল্যাকক্যাপস।
দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই। নিউজিল্যান্ড দলে আছে দুটি পরিবর্তন।
হ্যামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার ফিরেছেন জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইনের জায়গায়।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান, আফিফ হোসেন, মাহেদী হাসান, সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: রাচিন রাভিন্দ্রা, ফিন অ্যালেন, উইল ইয়ং, টম লেইথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডল, কোল ম্যাককঞ্চি, আজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হ্যামিশ বেনেট।