বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিন প্রবাসী নিয়েও কিরগিজদের কাছে বড় পরাজয়

  •    
  • ৭ সেপ্টেম্বর, ২০২১ ২২:৪২

বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কিরগিজদের কাছে ৪-১ গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে জেমি ডের বাহিনী।

ফিলিস্তিনের কাছে হার দিয়ে সফর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আরও বড় ব্যবধানে হেরেছে কিরগিজস্তানের কাছে।

বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কিরগিজদের কাছে ৪-১ গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে জেমি ডের বাহিনী।

ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে দেশের তিন প্রবাসী ফুটবলারকে মূল একাদশে রেখে মাঠে নামান কোচ জেমি ডে। কিন্তু কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খান, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া এই ম্যাচে তেমন কোন প্রভাব ফেলতে পারেননি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ পেছনে থাকা বাংলাদেশ এ ম্যাচে পুরোপুরি ধরাশায়ী বলা চলে। ম্যাচে হাতে গোনা দুয়েকবার আক্রমণ করেছে বাংলাদেশ। পুরো ম্যাচজুড়ে কিরগিজদের আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিল লাল-সবুজদের রক্ষণ।

সফরে সবচেয়ে কঠিন ম্যাচটি হয়ে গেল। এর আগে চারবারের দেখায় সবগুলো ম্যাচে কিরগিজস্তানের কাছে হারে বাংলাদেশ।

এই ম্যাচেও অতীতের পথ বেছে নিতে বাধ্য হয়েছে জেমির বাহিনী।

শুরুটা বড় ধাক্কার মধ্য দিয়ে যায় বাংলাদেশের। ম্যাচের ১০ মিনিটে পিছিয়ে যায় জামাল-তপুরা। ফ্রি-কিক থেকে আলিমারদোনের গোলে ম্যাচের লিড ধরে ফেলে কিরগিজস্তান।

পিছিয়ে পরে কিরগিজদের রক্ষণে বল নিতে প্রায় ১৭ মিনিট লেগে যায় বাংলাদেশের।

ম্যাচের ২৭ মিনিটে প্রথম সুযোগটা তৈরি করতে পারে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে পাসে ডি-বক্সের ভেতরে বল গিয়ে পৌঁছায় রাকিবের পায়ে। রাকিব এগিয়ে দেন সুফিলের কাছে। সুফিল বাড়িয়ে দেন বাম প্রান্তে কিছুটা ফাঁকায় থাকা মতিন মিয়ার কাছে।

দেরি না করে বলটা মতিন এগিয়ে দেন সিক্স ইয়ার্ডের সামনে চলে আসা সুফিলের কাছে। এখান থেকে বলে টোকা দেয়ার আগেই কর্নারের বিনিময়ে আক্রমণ বিপদমুক্ত করে কিরগিজস্তান।

কিরগিজদের আক্রমণ অব্যাহত তাকে। ম্যাচের ৩৯ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। গোল করেন আলিমারদন।

দুই গোলের অস্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুর প্রথম মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে কিরগিজস্তান। বামপ্রান্ত থেকে বল নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন গুলজিগিত আলিকুলভ। এগিয়ে দেন সিক্স ইয়ার্ডের সামনে থাকা তুরসুনালি রুতামোভের সামনে। আলতো টোকায় বল জালে জড়াতে ভুল করেননি স্বাগতিকদের সাত নম্বর জার্সিধারী এই ফুটবলার।

পিছিয়ে থাকা বাংলাদেশ কাঙ্ক্ষিত গোলে ব্যবধান কমায় ম্যাচের ৫৩ মিনিটে।

রহমত মিয়ার লম্বা থ্রো হেড করে কিরগিজস্তানের রক্ষণ ফিরিয়ে দিলে বল চলে যায় ডি-বক্সের ভেতরে থাকা সুফিলের পায়ে। সেখান থেকে ডান পায়ের শটে বারের কোনা বরাবর বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

ম্যাচের ৭৪ মিনিটে ব্যবধান কমানোর আরেকটি দারুণ সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। সুমন রেজার ক্রস থেকে ডি-বক্সের ভেতর থেকে নেয়া বিপলুর শট কিরগিজ রক্ষণে লেগে বিপদমুক্ত হয়।

গোল করে কিছুটা স্বস্তিতে থাকা বাংলাদেশকে আরেকটি ধাক্কা কিরগিজরা দেয় ম্যাচের ৮৯ মিনিটে। এবার আলিমারদনের কর্নার কিক থেকে গোল করে ব্যবধান ৪-১ করে ফেলেন বাংলাদেশের লিগে খেলা কিরগিজ ফুটবলার বখতিয়ার দুশোবেকভ।

শেষে ফ্রি-কিক থেকে একটা ছোট সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত এই ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে জামালরা।

সাফের প্রস্তুতি হিসেবে সফরের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে। এই ম্যাচে অন্তত একটি জয়ের স্বস্তি নিয়ে ফিরতে চাইবে জেমির বাহিনী।

এ বিভাগের আরো খবর