বাংলাদেশকে তাদের মাটিতে হারিয়ে সিরিজ জমিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। তবে আহত বাঘের মতো যে কামব্যাক করার সুযোগের অপেক্ষায় থাকবে স্বাগতিকরা সেটা খুব ভালো করেই জানে ব্ল্যাকক্যাপস।
যে কোন মূল্যে সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া লজ্জার প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ ম্যাচ ও সেটা সঙ্গে সিরিজ জয় করেই। তার প্রতিফলন স্পষ্ট ছিল ম্যাচের আগের দিন টাইগারদের অনুশীলনে।
বাংলাদেশের ক্রিকেটারদের এই মানসিক অবস্থাটা সফরকারীরা ধরতে পেরেছে ঠিকই। তারা খুব ভালো মত জানে অস্ট্রেলিয়াকে নাকানিচুবানি খাওয়ানো দলটি কতটা ভয়ানক হয়ে উঠতে পারে।
সে কারণে সিরিজের চতুর্থ ম্যাচে নামার আগে বেশ সতর্ক নিউজিল্যান্ড শিবির। পুরো প্রস্তুতি নিয়ে কাল মাঠে নামতে যাচ্ছে টম লেইথামের দল। বাংলাদেশের আগুনে জবাব তারা আগুন দিয়ে দিতে চায়। বাংলাদেশের আক্রমণের উপযুক্ত জবাব আক্রমণ করে দেবে নিউজিল্যান্ড।
লেইথাম-নিকোলসদের কোচ গ্লেন পকনেল জানালেন চতুর্থ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে মাঠ ছাড়তে চায় তারা। মঙ্গলবার ভিডিও বার্তায় এমনটাই মন্তব্য করেন তিনি।
পকনেল বলেন, ‘দেশের মাঠে শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই তাদের রেকর্ড দুর্দান্ত। এভাবে হারার পর তাই তাদের রক্তক্ষরণ হওয়ার কথা। তারা শক্তভাবে ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের বিপক্ষে আগুন দিয়েই লড়তে চাই আমরা।’
বিকল্প দল নিয়ে বাংলাদেশে এসে স্বাগতিকদের সঙ্গে লড়াইটা দারুণ উপভোগ করছে নিউজিল্যান্ড।
পকনেল বলেন, ‘এটা দারুণ ব্যাপার যে আমাদের অনেক কিছুই পাওয়ার আছে। একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সামনে। আগামীকাল ২-২ করে ফেলতে পারি আমরা। তার পর দেখা যাবে শেষ ম্যাচে কী হয়। ছেলেরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বাংলাদেশ।
কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচে বড় রকমের হোঁচট খেতে হয় টাইগারদের। নিজেদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে আটকে যাওয়ার পাশাপাশি ৫২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।