দেশের ফুটবল ইতিহাসে এবারই প্রথম একই ম্যাচে জাতীয় দলের জার্সিতে তিন প্রবাসী ফুটবলারকে খেলতে দেখেছে ফুটবলপ্রেমীরা। গেল ফিলিস্তিন ম্যাচে এই দৃশ্য দেখা গেছে।
কিরগিজস্তান সফরের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে তিন প্রবাসী জামাল ভূঁইয়া, তারিক কাজী ও রাহবার খানকে মাঠে নামান জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
এই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় কানাডা প্রবাসী রাহবারের।
এর আগে গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তান ম্যাচে তারিক কাজীর অভিষেকের দিনে দু’জন প্রবাসী ফুটবলারকে মাঠে দেখার সুযোগ পায় ফুটবল সমর্থকরা।
এবার তা ছাড়িয়ে গেল ফিলিস্তিন ম্যাচে। এদিন মূল একাদশে ছিলেন জামাল ও তারিক। পরে ম্যাচের ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রাহবার খান।
ফিলিস্তিনের কাছে হারের ম্যাচে ১৩ মিনিট খেলেন রাহবার। মাঠে নেমেই তার পা থেকে বেশ কয়েকটি ঝলক দেখেছে দর্শকরা।
এই টুর্নামেন্টে আরেক প্রবাসীর অভিষেক হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। পরের দুই ম্যাচের একটিতে সুযোগ পেতে পারেন ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলাম।