কিরগিজস্তান সফরে ফিলিস্তিন ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খানের। বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক কিরগিজস্তানের সঙ্গে। এ ম্যাচে সুযোগ পেলে নিজেকে আরও নিংড়ে দেয়ার আশ্বাস দিয়েছেন এই মিডফিল্ডার।
মঙ্গলবারের ম্যাচটি সামনে রেখে অনুশীলন শেষে সোমবার এক ভিডিও বার্তায় এমন আশ্বাস দেন রাহবার।
এই মিডফিল্ডার বলেন, ‘আগামীকাল কিরগিজস্তানের বিপক্ষে আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব। বিশেষ করে আমি আমার সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করব মাঠে।’
ফিলিস্তিন ম্যাচে একেবারে শেষদিকে মিডফিল্ডার সোহেল রানার বদলি হিসেবে রাহবারকে মাঠে নামান জাতীয় দলের কোচ জেমি। স্বপ্নপূরণের দিনে মাত্র ১৩ মিনিট খেলেছেন এই ফুটবলার। ওই সময়েই বেশ কিছু ঝলক দেখা গেছে তার পা থেকে।
মাঠে নেমে প্রথমে কিছুটা নার্ভাস থাকলেও পরে স্বাচ্ছন্দ্য খুঁজে পান রাহবার। তিনি বলেন, ‘প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। কিছু প্রেশার তো অবশ্যই থাকবে। কারণ এ রকম একটা স্টেজে প্রথমবার খেলছি। শেষ ১০ মিনিট আমি বেশ আত্মবিশ্বাসী ছিলাম। আমি নার্ভাস ছিলাম না, যেটা ভালো দিক। রেজাল্টটা আমাদের পক্ষে ছিল না।’
এমন ম্যাচের পর দেশের ফুটবল ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে রাহবার বলেন, ‘সবাইকে ধন্যবাদ জানাব। বাংলাদেশ থেকে অনেক শুভেচ্ছা পাচ্ছি। বন্ধু-বান্ধব থেকে শুরু করে আন্ডারগ্রাউন্ড ফুটবলের সবাইকে ধন্যবাদ জানাই।’
এখন কিরগিজস্তান ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে কঠোর অনুশীলনে রয়েছেন রাহবার। তিনি বলেন, ‘আমাদের ভালো প্রাকটিস হচ্ছে। আমরা সবাই চেষ্টা করছি। কঠোর পরিশ্রম করছি। ফিনিশিংয়ের উপরে কাজ করছি।’