বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিষেকে রাহবারের ‘ঝলক’

  •    
  • ৫ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৪৭

সবমিলে মিনিট ১৩ মাঠে ছিলেন এই মিডফিল্ডার। এই কয় মিনিটে নিজের ঝলক দেখিয়েছেন তিনি।

ফিলিস্তিনের কাছে হারের ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়ে গেল কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার রাহবার ওয়াহেদ খানের। সবমিলে মিনিট ১৩ মাঠে ছিলেন এই মিডফিল্ডার। এই কয় মিনিটে নিজের ঝলক দেখিয়েছেন তিনি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ফিলিস্তিনের কাছে ২-০ গোলের হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের মূল একাদশে ছিলেন দুই প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক কাজী। প্রথমবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া দুই প্রবাসী ফুটবলার তাহমিদ ইসলাম ও রাহবার খান ছিলেন বেঞ্চে।

ম্যাচের বয়স তখন ৮৩ মিনিট। দুই গোলে পিছিয়ে বাংলাদেশ। এমন সময়ে মিডফিল্ডার সোহেল রানাকে বদলি করে মাঠে নামানো হয় রাহবার খানকে।

এর মধ্য দিয়ে অভিষেক হয়ে যায় এই মিডফিল্ডারের। ১৯ নম্বর জার্সিতে মাঠে নামেন রাহবার।

লাল-সবুজ জার্সিতে মাঠে নেমে খণ্ড খণ্ড কিছু ঝলক আসে রাহবারের পা থেকে। ম্যাচের ৮৫ মিনিটে তেমন একটি।

বিশ্বনাথ ও ফিলিস্তিনের মাহমুদ আবুয়ার্দার মধ্যে বল দখলের লড়াই চলছিল তখন। বিশ্বনাথকে পরাস্ত করে মাহমুদ বল নিয়ে চলে যান বাম প্রান্তের একেবারে কোণে। সামনে চলে আসেন রাহবার।

মাহমুদ রাহবারকে ওয়ান-অন-ওয়ানে পেছনে ফেলতে ব্যর্থ হন। তার কাছ থেকে বল কেড়ে সামনে আসা দুই ফিলিস্তিন ফুটবলারকে ড্রিবলিং করে এগিয়ে দেন সামনে।

প্রথমবারের মতো এক ম্যাচে তিন প্রবাসী ফুটবলার খেলতে দেখল দেশের ফুটবল সমর্থকরা। ছবি: সংগৃহীত

পরে খুব একটা বেশি বল পেতে দেখা যায়নি রাহবারকে। তবে কয়েক মিনিট প্লে-মেকারের ভূমিকায় ছিলেন।

এই ম্যাচ দিয়ে একটা মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এক ম্যাচে তিন প্রবাসী ফুটবলার খেলতে দেখেছে দেশের ফুটবল সমর্থকরা।

এই টুর্নামেন্টে আরেকজন প্রবাসীর অভিষেক হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। পরের দুই ম্যাচের একটিতে সুযোগ আসতে পারে ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলামের।

এ বিভাগের আরো খবর