বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিলিস্তিনের কাছে ২-০ গোলের হারে ম্লান বাংলাদেশ

  •    
  • ৫ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩৬

সিরিজের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে জেমি ডের বাহিনী।

ফিলিস্তিনের কাছে হেরে কিরগিজস্তানে ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু করেছে বাংলাদেশ।

বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে রোববার রাতে সিরিজের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে জেমি ডের বাহিনী।

র‌্যাঙ্কিংয়ে ঢের ঢের এগিয়ে থাকা ফিলিস্তিনের কাছে একেবারে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। তেমনভাবে কোনো আক্রমণই আসেনি জামাল ভূঁইয়াদের কাছ থেকে।

ফিলিস্তিনিদের রুখে দিতে এবার একেবারে নতুন কৌশল নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

পাঁচ বছর পর জাতীয় দলের জার্সিতে নামে ডিফেন্ডার রেজাউল করিম রেজা। ইনজুরি থেকে সেরে মাঠে ফেরেন মিডফিল্ডার সাদ ও সোহেল। গোলকিপিংয়ে জিকোর জায়গায় সুযোগ পান শহীদুল আলম।

আর ফরমেশন ও কৌশলে বদলের আভাস পাওয়া গেল ফরমেশনে। ৩-২-৪-১ ফরমেশনে ফিলিস্তিনের বিপক্ষে কৌশল সাজান জেমি।

ম্যাচের শুরুতে কিছুটা ছন্দ পেলেও ধীরে ধীরে বলের দখল হারাতে শুরু করে বাংলাদেশ। প্রথমদিকে এক কর্নার ছাড়া সেভাবে কোনো আক্রমণই গোছাতে দেখা যায়নি জামাল-তারিকদের।

প্রথম গোল হজমের পর হতাশ বাংলাদেশ। ছবি: সংগৃহীত

অগোছাল ফুটবলের ফায়দা নিয়ে ম্যাচের ৩৩ মিনিটে লিড নেয় ফিলিস্তিন। ফরোয়ার্ডকে লক্ষ্য করে বাড়িয়ে দেয়া পাস বুঝতে ভুল করেন বাংলাদেশের ডিফেন্ডার। বলটা মাটিতে পড়ে ডি-বক্সের ভেতরে ঢোকার সময় এগিয়ে আসা গোলকিপার সোহেলের মাথার উপর দিয়ে পাঠিয়ে দেন মাহমুদ ইদ।

জালে ঢোকার আগে বলটা ক্লিয়ার করার আগে ট্যাপ ইন করে গোল করেন লায়েথ খারুব।

এরপরে কিছুটা ফেরার চেষ্টা ছিল বাংলাদেশের। বেশি সুযোগ তৈরি করে ফিলিস্তিনই। ম্যাচে ৩৭ মিনিটে কর্নার থেকে সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি জামাল ভূঁইয়াদের। উল্টো তার পরের মিনিটে পাল্টা আক্রমণ থেকে আরেকবার পেছাতে পারত বাংলাদেশ।

গোলমুখে দারুণ একটা হেড ঠেকিয়ে দেন গোলকিপার শহীদুল আলম সোহেল। ম্যাচের ৪২ মিনিটে প্রতিপক্ষের আরেক সুযোগ কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন সোহেল।

ম্যাচের ৪৪ মিনিটে প্রথমবার সমতায় আসার ভালো সুযোগ তৈরি হয় বাংলাদেশের।

বাম প্রান্ত থেকে বল ডি-বক্সের ভেতরে ফেলেন রাকিব হোসেন। সিক্স ইয়ার্ডের সামনে বল পড়ার সময় ছুটে আসা মতিন মেয়া শট নেয়ার আগে গ্লাভসবন্দী করেন ফিলিস্তিনের গোলকিপার তৌফিক আবু হামাদ।

এক গোলের অস্বস্তি নিয়ে বিরতিতে যায় জেমির বাহিনী।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু বুঝে ওঠার আগে গোল হজ করে বাংলাদেশ। ম্যাচের ৪৭ মিনিটে ইয়াসির হামিদের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফিলিস্তিন।

ম্যাচের ৮০ মিনিটে ফ্রি-কিক পায় বাংলাদেশ। এটাও ঠিকমতো কাজে লাগে ব্যর্থ হয় জামাল ভূঁইয়ারা।

পুরো ম্যাচে কোনো সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ। ফিলিস্তিনের রক্ষণ ভেঙে সুযোগ তৈরি করা সম্ভব হয়নি জেমির বাহিনীর।

ফলে দুই গোলের হারের অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা।

৭ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৯ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে জেমির বাহিনী।

এ বিভাগের আরো খবর