বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমবাপের অপেক্ষায় লা লিগা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৯

লিওনেল মেসির মতো সর্বকালের সেরাকে ছেড়ে দিতে হয়েছে বার্সেলোনার। লা লিগা কর্তৃপক্ষের কাছে বারবার আবেদনের পরও মেসির জন্য বেতন কাঠামো নমনীয় করেনি তারা।

স্প্যানিশ লা লিগা থেকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডো চলে যাওয়ার শূন্যতা এখন পর্যন্ত পূরণ করতে পারেননি কোনো তারকা ফুটবলার।লা লিগায় মেসি-রোনালডো যুগ শেষ হলেও কোনো বিশ্বমানের ফুটবলারের দেখা পায়নি বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবল লিগ।লিগের সবচেয়ে শক্তিশালী দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ থেকে এই দুই ফুটবলারের চলে যাওয়া হতাশ করেছে ফুটবল ভক্তদের।লা লিগা কর্তৃপক্ষের বিশ্বাস সামনের মৌসুমে আবারও লিগের হারানো জৌলুস ফিরে আনতে ক্লাবগুলো এক বা একাধিক বিশ্বসেরা তারকা দলে টানতে পারবে।গত দুই বছর করোনাভাইরাস মহামারিতে আর্থিক ক্ষতির কারণে লিগের ক্লাবগুলো দলে নিতে পারেনি কোনো ‘মার্কি’ খেলোয়াড়কে। যিনি হবে পুরো বিশ্বে লা লিগার পরিচয়।উল্টো লিওনেল মেসির মতো সর্বকালের সেরাকে ছেড়ে দিতে হয়েছে বার্সেলোনার। লা লিগা কর্তৃপক্ষের কাছে বারবার আবেদনের পরও মেসির জন্য বেতন কাঠামো নমনীয় করেনি তারা।মেসি ও রোনালডো যে এখনও ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুই আইকন তার প্রমাণ আরেকবার পাওয়া গেছে এবারের দলবদলে। মেসি ও রোনালডোর দলবদলই ছিল মাঠের ঘটনা ছাপিয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত ইস্যু।লা লিগা কর্তৃপক্ষ নিজেদের ভুলটা বুঝতে পেরেছে অবশেষে। ফ্রেঞ্চ লিগ ওয়ান বা জার্মান বুনডেসলিগার কাছে জনপ্রিয়তায় হারতে চায় না স্পেনের শীর্ষ লিগ। ফলে সামনের মৌসুমে একাধিক তারকা সই করানোর জন্য জোর দিচ্ছে তারা।হাভিয়ের তেবাস এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন, মেসির চলে যাওয়াটা কষ্টদায়ক। তিনি যোগ করে নতুন তারকা এলে লা লিগা ফিরে পাবে তার আবেদন।ভিয়ারিয়ালে খেলা সাবেক রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আলবিওল এই ধারণার সঙ্গে একমত। ফুটবল ওয়েবসাইট স্পোর্টবাইবলকে এই স্প্যানিশ তারকা জানান এমবাপেকে আনতে পারলে লিগের ইমেজের জন্য দারুণ হবে।

তিনি আরও যোগ করে, ‘লিগে এই ধরনের খেলোয়াড় দরকার। বিশেষ করে রোনালডো ও মেসি যাওয়ার পর এমন তারকাদের দরকার স্পেনে।’সামনের মৌসুমে কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডের মতো দুই ভবিষ্যৎ সুপারস্টারকে সই করাতে পারে যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা- এমনটা আশায় আছেন লা লিগার বিশেষজ্ঞরা।

তেমনটা না হলে মেসি-রোনালডোর কারণে দেড় দশকের জনপ্রিয়তা হারাতে হতে পারে বিশ্বের শীর্ষ ফুটবল লিগটিকে।

এ বিভাগের আরো খবর