বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিলে বিধিনিষেধ শিথিল অস্ট্রেলিয়ান ওপেনে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ সেপ্টেম্বর, ২০২১ ০৯:০৫

টিকা নেয়া খেলোয়াড় ও না  নেয়া খেলোয়াড়দের জন্য বিধিনিষেধ স্বাভাবিকভাবে ভিন্ন হবে। এ ব্যপারে দ্রুতই এটিপি ও ডব্লিউটিএকে যথাযথ গাইডলাইন দেয়া হবে। 
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা জানিয়েছেন জানুয়ারিতে হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে আসাযে সব খেলোয়াড় টিকা নেবেন তাদের জন্য করোনাভাইরাস বিধিনিষেধ অনেকটা শিথিল করা হবে। আগামী ১৭-৩০ জানুয়ারি মেলবোর্ন পার্কে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আয়োজনে দারুণ আত্মবিশ্বাসী পাকুলা। টেনিস অস্ট্রেলিয়া এখনো আন্তর্জাতিক খেলোয়াড় ও সমর্থকদের জন্য কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা কিংবা টিকার বাধ্যবাধকতা নিয়ে কোনো সময় দেয়নি। গত সপ্তাহে শুরু হওয়া ইউএস ওপেনে ১২ বছর কিংবা তার বেশি বয়সের প্রত্যেকের ন্যাশনাল টেনিস সেন্টারে প্রবেশের আগে অন্তত এক ডোজ টিকা দেবার সনদ দেখাতে হয়েছে। তবে খেলোয়াড়দের জন্য টিকার কোন বাধ্যবাধকতা ছিলনা। পুরুষ ও নারী উভয় বিভাগে বর্তমানে খেলোয়াড়দের টিকা দেয়ার হার ৫০ শতাংশের কিছুটা বেশি। বিশ্বের সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড় অ্যান্ডি মারে দুই ডোজ টিকা দিয়ে যুক্তরাষ্ট্রে খেলতে গেছেন। তিনি বলেছেন নিয়মিত আন্তর্জাতিক ভ্রমণ করার কারণে খেলোয়াড়দের দায়িত্ব অন্যের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেয়া। পাকুলা মারের সঙ্গে একই সূরে জানিয়েছেন টিকা নেয়া খেলোয়াড়রা মেলবোর্নে বেশি স্বাধীনতা ভোগ করবে। এ সময় তিনি আরো বলেন টিকা নেয়া খেলোয়াড় ও না নেয়া খেলোয়াড়দের জন্য বিধিনিষেধ স্বাভাবিকভাবে ভিন্ন হবে। এ ব্যপারে দ্রুতই এটিপি ও ডব্লিউটিএকে যথাযথ গাইডলাইন দেয়া হবে। অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা আশা করছেন ২০২১ সালে খেলোয়াড়দের জন্য যে কঠোর বিধিনিষেধ ছিল তা অনেকটাই এবার শিথিল হয়ে যাবে।

এ বিভাগের আরো খবর