৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ১৪ রানে হারিয়ে শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। কলম্বোর ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩০০ রান সংগ্রহ করে স্বাগতিক দল। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৮৬ রানের বেশি করতে পারেনি সাউথ আফ্রিকা।
টস জিতে ব্যাট করতে নেমে মিনোদ ভানুকা ও ভানুকা রাজাপাকশার উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা।
তবে ওপেনার আভিস্কা ফার্নান্ডোর অনবদ্য সেঞ্চুরিতে বড় স্কোরের পথে থাকে স্বাগতিক দল। ১০৬ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ২৩ বছরের এই ওপেনার।
তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ ধনঞ্জয়া ডি সিলভা ও চারিথা আসালাঙ্কা। ধনঞ্জয়া ৪৪ রান করে আউট হন।
ফার্নান্ডো আউট হন ১১৫ বলে ১১৮ রান করে। শেষ দিকে আসালাঙ্কার ৬২ বলে ৭২ রানের ইনিংস তিন শর সংগ্রহ ছুঁয়ে দেন লঙ্কানরা।
প্রোটিয়াদের পক্ষে কাগিসো রাবাডা ও কেশাভ মহারাজ ২টি করে উইকেট নেন।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে রান তোলা শুরু করেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা। ইয়ানেমান মালান ও টেম্বা বাভুমা ভালো শুরুর পর ইনিংস বড় না করে আউট হয়ে যান।
মালান ২৩ ও বাভুমা ৩৮ রান করেন। প্রোটিয়াদের ইনিংস টেনে নেন এইডেন মারক্রাম ও রাসি ফন ডার ডুসেন।
৯০ বলে ৯৬ রান করে আউট হন মারক্রাম। ফন ডার ডুসেন ফেরেন ৫৯ বলে ৫৯ রান করে।
এরপর হেনরিক ক্লাসেন ৩১ বলে ৩৬ রান করে লঙ্কানদের রানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।
তবে বাড়তে থাকা আস্কিং রেটের সঙ্গে পেরে ওঠেনি সাউথ আফ্রিকা। ১৪ রানে পিছিয়ে ইনিংস শেষ হয় তাদের।
লঙ্কানদের পক্ষে আকিলা দনঞ্জয়া ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন আভিস্কা ফার্নান্ডো।