সিলেটে ব্যক্তিগতভাবে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার তৌহিদুল ইসলাম ফেরদৌস। আঘাত এতটাই গুরুতর ছিল যে তাকে যেতে হয় অস্ত্রোপচারের মধ্য দিয়ে।
সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন যুব দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
অনুশীলনের সময় বল মাথায় লাগায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল যুবা এই ক্রিকেটারের। প্রথমে সিলেটের ওসমানী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য পরবর্তিতে তাকে নিয়ে আসা হয় ঢাকায়।
সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে চলে তার চিকিৎসা। অস্ত্রোপচারের পর উন্নতি হতে থাকে তার শারীরিক অবস্থার।
বর্তমানে চট্টগ্রামে ক্যাম্প করছেন ফেরদৌসের সতীর্থরা। চলতি মাসে আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের সিরিজ খেলতে আসার কথা রয়েছে বাংলাদেশের।