ছবিতে পাশাপাশি দাঁড়ানো ৪ জনের দিকে খেয়াল করলে দেখা যাবে এরা চারজনই প্রবাসী। দুজন বেশ পরিচিত মুখ। একজন জামাল ভূঁইয়া, আরেকজন তারিক কাজী। তারা দুজনই প্রবাসী ফুটবলার থেকে থিতু হয়েছেন জাতীয় দলে। বাকি দুজন নবাগত। সুযোগ খুঁজছেন নিজেদের মেলে ধরার।
জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন নিয়ে ক্যানাডা থেকে এসেছেন রাহবার ওয়াহেদ খান, ফ্রান্স থেকে তাহমিদ ইসলাম। কিরগিজস্তানে তিন ম্যাচ সামনে রেখে বাকি দুই প্রবাসী ফুটবলারকে প্রথমবার দলে ডেকেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। বলা যায় তাদের ট্রায়ালে নিয়েছেন এই ইংলিশ ট্যাকটিশিয়ান।
সতীর্থরা বেশ উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানিয়েছে এই দুই নতুন খেলোয়ারকে।
সফরে তিন ম্যাচে একটি করে ম্যাচে সুযোগ পেতে চলেছেন রাহবার ও তাহমিদ। তাদের ম্যাচ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সাফের দলে সুযোগের বিষয়টি ইঙ্গিত দিয়েছেন কোচ। নিজেদের প্রস্তুত করছেন এই দুই ফুটবলারও।
তাহমিদ-রাহবার ছাড়া আরও ফুটবলার অপেক্ষায় আছেন জেমির ডাকের। সম্প্রতি লা লিগার দল রায়ো ভায়েকানোর সি-টিমে সুযোগ পান বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। ডাক পেলে বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছেন জিদানসহ আরও কিছু ফুটবলার।
তাদের বিষয়ে কী ভাবছেন জেমি? নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমরা ইউরোপের বিভিন্ন দেশে খেলা প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের ওপর চোখ রাখছি।’
রাহবার ও তাহমিদ ছাড়াও আরও তিনজনের ব্যাপারে আগ্রহ দেখান জেমি। পাসপোর্ট জটিলতায় ডাকা সম্ভব হয়নি বলে জানান বাংলাদেশের কোচ।
তিনি বলেন, ‘প্রাথমিক তালিকায় আরও তিন প্রবাসীর নাম থাকলেও পাসপোর্ট জটিলতায় এবার তাদের নেয়া যায়নি।’
তাহমিদ ও রাহবার যদি দলের হয়ে কিরগিজস্তানে ভালো খেলে সাফের দলে সুযোগ করে নিতে পারেন, তাহলে হয়তো ভবিষ্যতে দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি ফুটবলারদের ভবিষ্যত সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।