কিরগিজস্তানে জাতীয় দলে যোগ দিয়েছেন কানাডা ও ফ্রান্সের দুই প্রবাসী ফুটবলার রাহবার খান ও তাহমিদ ইসলাম। রাতে পৌঁছে সোমবার দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন এই দুই ফুটবলার।
কিরগিজস্তানে তিন ম্যাচ সামনে রেখে এই দুই প্রবাসী ফুটবলারকে দলে ডেকেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
জামাল-তপুদের সঙ্গে প্রথমবার অনুশীলন করতে পেরে রোমাঞ্চিত রাহবার ও তাহমিদ।
ফ্রান্সে থাকে তাহমিদ বলেন, ‘রাতে পৌঁছেছি। দলের সঙ্গে ট্রেনিং করতে পেরে আনন্দিত। ভালো খেলে মূল একাদশে সুযোগ পাওয়ার লক্ষ্য। আশা করি সফরটা ভালো হবে।’
দুজনকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানিয়েছেন দলের সতীর্থরা এমনটা জানালেন কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান, ‘আজকে আমি প্রথম ট্রেনিং করলাম। সব ভালো ছিল। দলের প্লেয়াররা দারুণভাবে স্বাগত জানিয়েছে আমাকে। অনুশীলন ভালো ছিল। তিন ঘণ্টার মতো অনুশীলন করেছি। সবাই সুস্থ।
‘পরের ট্রেনিংয়ের জন্য মুখিয়ে আছি। আশা করছি একাদশে জায়গা করে নিতে পারব।’দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে জাতীয় দল। আর ৫ দিন পর প্রথম ম্যাচের জন্য মাঠে নামবে বাংলাদেশ।৫, ৭ ও ৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে যথাক্রমে ফিলিস্তিন, কিরগিজস্তান জাতীয় দল ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ।