বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একাদশে নেই, বেঞ্চে মেসি

  •    
  • ৩০ আগস্ট, ২০২১ ০০:২৫

আর্জেন্টাইন তালিসমান ম্যাচ শুরু করবেন বেঞ্চে থেকে। ম্যাচে বদলি হিসেবে যেকোনো সময় নামবেন। মেসি না খেললেও আরেক সুপারস্টার নেইমার আছেন একাদশে।

অনেক অপেক্ষার পর ফ্রেঞ্চ লিগের ম্যাচে রেঁসের মাঠে লিওনেল মেসি নামতে যাচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জার্সি গায়ে। এই খবরে হট কেকের মতো বিক্রি হয়ে গেছে রেঁস-পিএসজি ম্যাচের সব টিকিট। দর্শকরা লাইন দিয়েছে স্টেডিয়ামের বাইরে। পুরো রেঁস শহর জুড়ে উৎসবের আবহ।

এর মধ্যে বেরসিকের মতো পিএসজি হেড কোচ মরিসিও পচেত্তিনো জানান দিলেন, মূল একাদশে থাকছেন না মেসি। আর্জেন্টাইন তালিসমান ম্যাচ শুরু করবেন বেঞ্চে থেকে। ম্যাচে বদলি হিসেবে যেকোনো সময় নামবেন।

মেসি না খেললেও আরেক সুপারস্টার নেইমার আছেন একাদশে। আক্রমণভাগে তার সঙ্গী কিলিয়ান এমবাপে ও মেসির আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়া।

একাদশে জায়গা পেয়েছেন পিএসজির দুই নতুন রিক্রুট আশরাফ হাকিমি ও জর্জিনিয়ো উইনাল্ডাম।

আরেক নতুন মুখ সার্হিও রামোস দলের সঙ্গে ম্যাচ খেলতে যাননি।

বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় রেঁসের মাঠে নামছে পিএসজি। মেসির গায়ে থাকবে পিএসজির ৩০ নম্বর।

এই প্রথম মেসিকে বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের জার্সিতে দেখবে পুরো বিশ্ব। চেনাপরিচিত ১০ নম্বরে নয়, ক্যারিয়ার শুরু করেছেন যে নম্বরে সেই ৩০ পরে খেলবেন এই মহাতারকা।

পিএসজি তাকে ১০ নম্বর দিতে চেয়েছিল। তবে সেটি ছেড়ে দিয়েছেন প্রিয় বন্ধু নেইমার জুনিয়রের জন্য।

পিএসজি একাদশ: নাভাস, দিয়ালো, মার্কিনিয়োস, কেহরার, হাকিমি, ভেরাত্তি, গুয়ায়ে, উইনাল্ডাম, নেইমার, এমবাপে ও দি মারিয়া।

এ বিভাগের আরো খবর