কিরগিজস্তানে পৌঁছে প্রথম দিন বিশ্রামে থেকে দ্বিতীয় দিন অনুশীলন সেরেছে জাতীয় ফুটবল দল। তিন ম্যাচ সামনে রেখে ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখছেন না কোচিং প্যানেল। জামাল-তপুদের নিয়ে সন্তুষ্ট জাতীয় দলের ফিটনেস প্রশিক্ষক আইভান রাজলোক।
রোববার অনুশীলন শেষে তিনি বলেন, ‘ওরা প্রথমদিন অনুশীলন করেছে। তাদের সবার ফিটনেস অনেক ভালো পর্যায়ে আছে। এখন পুষ্টিমান বজায় রাখতে হবে। ওরা যেন পূর্ণ ফিটনেস নিয়ে মাঠে নামে সেদিকে মনোযোগ দিচ্ছি।’
শনিবার কিরগিজস্তানে পৌঁছানোর পরদিন বিকালে ঘণ্টাখানেক স্পোর্টস সিটি ফিল্ডে অনুশীলন করেন ফুটবলাররা।
এরইমধ্যে ইংল্যান্ড থেকে বিশকেকে জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন গোলকিপার কোচ লেস ক্লেভলি।
এছাড়া দুই প্রবাসী ফুটবলার নায়েব তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান যথাক্রমে ফ্রান্স ও কানাডা থেকে রোববার মধ্যরাতে দলের সঙ্গে যোগদান করার কথা রয়েছে।
তাদেরকে নিয়ে সোমবার একই ভেন্যুতে সকাল ও বিকেল দুই বেলা অনুশীলন করার শিডিউল রাখা হয়েছে।
দলে প্রথমবার সুযোগ পেয়ে উচ্ছসিত গোলকিপার মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জামান আতিক। দুই জনই মূল একাদশে সুযোগ পেলে নিজের সর্বোচ্চ উজার করে দেয়ার কথা জানিয়েছেন এই দুই ফুটবলার।
৫, ৭ ও ৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে যথাক্রমে ফিলিস্তিন, কিরগিজস্তান জাতীয় দল ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ।