সাফের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচ খেলতে কিরগিজস্তানে নিরাপদে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
রোববার দুপুরে নিরাপদে বিশকেকে পৌঁছেছে দল। দলের সকল সদস্য সুস্থ আছেন।
দীর্ঘ বিমান ভ্রমণ শেষে সারাদিন খেলোয়াড়দের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। রোববার থেকে কিরগিজস্তানের কেন্ট সিটির স্পোর্টস সিটি ফিল্ডে অনুশীলন শুরু করবে জাতীয় দল।
পুরো দল এখন বিশকেকের এআরটি হোটেল অবস্থান করছে।
এই সফর অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মন।
এই ডিফেন্ডার বলেন, ‘এই সফরটা আমাদের দলের জন্য একটা পজিটিভ ব্যাপার। সাফের প্রস্তুতি হিসেবে ধরছি। এরকম বড় দলের সঙ্গে খেলার পর ভালো আত্মবিশ্বাস পাব। এগুলো প্লেয়ারদের অনেক অনুপ্রেরণা দিবে।’
৫, ৭ ও ৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে যথাক্রমে ফিলিস্তিন, কিরগিজস্তান জাতীয় দল ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ।
এই সফরে জয় উপহার দেবেন বলে বিশ্বাস জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজীর।
ফিনল্যান্ডপ্রবাসী এই ফুটবলার বলেন, ‘ আজই বিশকেকে পৌঁছেছি। এখানে আবহাওয়া খুব সুন্দর। আমরা সবাই ভালো আছি। আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। আশা করছি দেশের মানুষকে জয় উপহার দিতে পারব।’