বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিটির স্টেডিয়ামে কোম্পানি ও সিলভার ভাস্কর্য

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ আগস্ট, ২০২১ ১৩:৪২

ক্লাবের দুই সাবেক অধিনায়কের ভাস্কর্য দুটির নকশা করেছেন প্রখ্যাত ব্রিটিশ ডিজাইনার অ্যান্ডি স্কট। ইতিহাস স্টেডিয়ামের পূর্ব দিকে স্থাপন করা হয়েছে সিলভা ও কোম্পানির মূর্তি দুটি।

নিজস্ব ইতিহাস স্টেডিয়ামে দুই ক্লাব কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানি ও দাভিদ সিলভার ভাস্কর্য উন্মোচন করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় এই ভাস্কর্য দুটি উন্মোচন করা হয়।

ক্লাবের দুই সাবেক অধিনায়কের ভাস্কর্য দুটির নকশা করেছেন প্রখ্যাত ব্রিটিশ ডিজাইনার অ্যান্ডি স্কট। ইতিহাস স্টেডিয়ামের পূর্ব দিকে স্থাপন করা হয়েছে সিলভা ও কোম্পানির মূর্তি দুটি।

বেলজিয়াম ডিফেন্ডার কোম্পানি ক্লাবের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। ৪৪ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০১১-১২ মৌসুমে তার অধীনেই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নেয় ম্যানচেস্টার সিটি। নিজের ভাস্কর্য দেখে আপ্লুত কোম্পানি।

তিনি বলেন, ‘আমি আশা করিনি এত বড় একটা ক্লাব আমাকে এভাবে সম্মান জানাবে। আমার স্ত্রী ম্যানচেস্টারের। আমার সন্তানদের জন্ম ম্যানচেস্টারে। তারা তাদের বাবার অর্জনটা এখানে এলে দেখতে পারবে- এটা এমন একটা বিষয়, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’

আর সিটি ফ্যানদের ভোটে ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া দাভিদ সিলভা ২০১০ সালে ম্যানচেস্টারের নীল দলে যোগ দেয়ার পর ৪টি প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন। সিটিকে বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত করার পেছনে তার প্রভাব সবচেয়ে বেশি ধরা হয়।

প্রিয় ক্লাবে নিজের মূর্তি দেখে আবেগে ভেসে গেছেন সিলভাও। তার ব্যক্তিত্বকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পেরেছে, বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সিটিতে খেলা আমার জীবনকে পালটে দিয়েছে। আমরা যা করেছি সেটা নিয়ে আমি গর্বিত। এভাবে সম্মান পাওয়ায় আমি খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছি। মূর্তিটা প্রথম দেখার পর ভালো লেগেছে। আমি যেভাবে খেলতাম মূর্তিটা ঠিক সেভাবে বানানো হয়েছে।’

সিটিতে ১০ বছর খেলার পর ২০২০ সালে স্পেনের ক্লাব রিয়াল সোসিয়েদাদে যোগ দেন ৩৫ বছরের সিলভা। আর ২০০৮ সালে সিটিতে যোগ দেয়ার পর টানা ১১ বছর খেলে ২০১৯ সালে ক্লাব ছাড়েন কোম্পানি।

২০১৯-২০ মৌসুম নিজ দেশের ক্লাব আন্ডারলেখটে খেলে অবসর নেন ৩৫ বছর বয়স্ক ডিফেন্ডার কোম্পানি।

এ বিভাগের আরো খবর