বিশ্রাম চান ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ইংলিশ দলটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বিশ্রামে যেতে চান এই স্প্যানিশ কোচ। তবে, এরপরে ক্লাব ফুটবলে নয় বরং কোনো জাতীয় দলের কোচিং করাতে চান সিটি বস।
২০১৬ সালে সিটিতে যোগ দেন পেপ। সাত বছর পর ২০২৩ সালে চুক্তি শেষ হলে বিশ্রামে যেতে চান গার্দিওলা।
ব্রাজিলের এক কোম্পানির অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদমাধ্যমকে এমনটা জানান সিটির বর্তমান কোচ।
তিনি বলেন, ‘আমি মনে করি আমার থামতে হবে। আমি বিশ্রাম নিতে চাই। দেখি আমরা কী করতে পারি।’
আগেও এমন করেছেন পেপ। বার্সেলোনা যুগ শেষে বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার আগে ১২ মাসের ব্রেক নেন তিনি। এবার ব্রেক শেষে ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের কোচিং করাতে চান পেপ।
স্প্যানিশ এই মাস্টারমাইন্ড বলেন, ‘যদি সুযোগ আসে তাহলে জাতীয় দলের কোচিং করাতে পারি।’
ক্লাব ফুটবলে অন্যতম সফলতম এই কোচ কোন দেশের কোচিং করাবেন? তার ইচ্ছা কী? অন্তত লাতিন দল ও ইউরোপের কোনো দলের কোচ হওয়ার আগ্রহের কথা জানান পেপ।
তিনি বলেন, ‘আমি চাইব লাতিন বা ইউরোপের কোন দলকে কোচিং করাতে, বা কোপা আমেরিকার অভিজ্ঞতা নিতে চাই।’