সেরা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে নতুন মৌসুমে সাড়ে ১১ কোটি ইউরোতে নিয়ে গেছে চেলসি। নিজেদের আক্রমণভাগের শূন্যতা ঢাকতে ইন্টার মিলান হন্য হয়ে খুঁজছে স্ট্রাইকার।
ইতালিয়ান চ্যাম্পিয়নদের প্রথম পছন্দ ছিল চেলসির জার্মান স্ট্রাইকার টিমো ভের্নার। লুকাকুর চুক্তিতে ভের্নারকে অদল বদল করতে চেয়েছিল তারা। তাতে সায় দেননি ভের্নার।
চেলসিও চেয়েছিল ভের্নার যেনো ইন্টারের প্রস্তাবে রাজি হন। তাহলে লুকাকুর বিশাল অঙ্কের থেকে কিছুটা ছাড় পেত তারা। তবে ভের্নার সামনের মৌসুমে লন্ডনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এই বছর কাই হাভের্টস, লুকাকু ও ক্রিস্টিয়ান পুলিসিচের সঙ্গে মিলে আবারও ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জিততে চান ২৫ বছরের ভের্নার।
২০২০ সালে জার্মান বুনডেসলিগার ক্লাব আর বি লাইগজিগ থেকে সাড়ে ৫কোটি ইউরো দিয়ে ভের্নারকে দলে টানে চেলসি।
এই জার্মান তারকাকে না পেয়ে বুনডেসলিগার আরেক ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার মার্কাস থুরামকেও দলে নিতে চেয়েছিল ইন্টার মিলান।
তবে থুরাম চোট পেয়ে যাওয়ায় বাতিল করতে হয় সেই পরিকল্পনাও। আপাতত ইতালিয়ান সেরি আর ক্লাব লাৎসিও থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার হোয়াকিন কোরেয়াকে দলে ভেড়ায় মিলানের অন্যতম সেরা ক্লাবটি।
২৭ বছরের এই আর্জেন্টাইনকে পেতে ৩ কোটি ইউরো খরচ করতে হয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের।
তার আগে অবশ্য রোমা থেকে বসনিয়ান অভিজ্ঞ তারকা এডিন জেকোকে সই করিয়ে নেয় ইন্টার। দলের আক্রমণভাগে আগে থেকেই ছিলেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস ও চিলির অভিজ্ঞ ফরোয়ার্ড আলেক্সিস সানচেস।
ইউভেন্তাসের ৯ বছরের দাপট শেষ করে গত বছর লিগ শিরোপা জেতে ইন্টার মিলান। শিরোপা জিতিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বে ক্লাব ছেড়ে দেন কোচ আন্তোনিও কন্তে। তার জায়গায় নতুন কোচ হিসেবে এসেছেন সিমোন ইনজাগি।