বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিটির টোপ ফিরিয়ে ঘরেই থাকছেন হ্যারি কেইন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ আগস্ট, ২০২১ ১৯:০৫

বুধবার বাংলাদেশ সময় বিকেলে নিজেই সকল ক্লাব ছাড়ার গুজবের মধ্যে টটেনহ্যামে থাকার কথা জানিয়ে সমর্থকদের আশ্বস্ত করেছেন হ্যারি কেইন।

ঘরেই থাকছেন টটেনহ্যাম হটস্পার্সের সুপারস্টার হ্যারি কেইন। ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির দেয়া দুই প্রস্তাব ফিরিয়ে দিয়ে স্পার্সে থেকে গেলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

বুধবার বাংলাদেশ সময় বিকেলে নিজেই সকল ক্লাব ছাড়ার গুজবের মধ্যে টটেনহ্যামে থাকার কথা জানিয়ে সমর্থকদের আশ্বস্ত করেছেন কএইন।

এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘রোববার স্পার্স সমর্থকরা যেভাবে আমাকে অনুপ্রাণিত করেছে তা দুর্দান্ত। গত কয়েক সপ্তাহজুড়ে যেসব বার্তা পাচ্ছি সবার কাছ থেকে ভালো লেগেছে।

‘আমি এই মৌসুমে টটেনহ্যামে থাকছি এবং আমি শতভাগ দেব দলের জন্য। দল যাতে সাফল্য পায় সর্বাত্মক সেই চেষ্টা করব।’

এবার অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে ক্লাব রেকর্ডে দলে নেয়ার পর হ্যারি কেইনকে নিতে যারপরানই চেষ্টা চালিয়েছে ম্যানচেস্টার সিটি। ১০০ ও ১২৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেয় দলটি। আবার বিকল্প প্রস্তাব হিসেবে জেসুস ও লাপোর্তেকেও ছেড়ে দেয়ার প্রস্তাব দেয় পেপ গার্দিওলার দল।

সবকটি প্রস্তাব ফিরিয়ে দেয় টটেনহ্যাম ক্লাব ম্যানেজমেন্ট।

স্পার্সের জার্সিতে ৩৩৭ ম্যাচে ২২১ গোলের পাশাপাশি ৪৭টি অ্যাসিস্ট করেছেন হ্যারি কেইন।

এই মৌসুমে একেবারে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন এই ইংলিশ স্ট্রাইকার। ওই ম্যাচে উলভসকে এক গোলে হারায় টটেনহ্যাম।

এ বিভাগের আরো খবর