ভারতের সেরা দল মোহনবাগানকে হারাতে না পারার বেদনা নিয়ে এএফসি কাপকে বিদায় বলেছে বসুন্ধরা কিংস। ম্যাচে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে না পারার হতাশা পোড়াচ্ছে কিংসের ফুটবলারদের।
ডিফেন্ডার তপু বর্মন মনে করছেন লাল কার্ড হজম করে ১০ জনের দল হয়ে যাওয়াটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এক জন বাড়তি নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়েছে মোহনবাগান।
বুধবার মোহনবাগানের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করার পর সংবাদ মাধ্যমকে ম্যাচ নিয়ে নিজের পর্যবেক্ষণ জানান বসুন্ধরা কিংসের অধিনায়ক।
তপু বলেন, ‘আমরা গোল দিয়ে এগিয়ে ছিলাম। বেশ ভালো খেলছিলাম। লাল কার্ড খাওয়ার পর ম্যাচ ঘুরে গেছে। ডু-আর-ডাই ম্যাচ ছিল। যেকোনো কিছু হতে পারত। আমরা সবাই চেষ্টা করেছি। ম্যাচে লাল কার্ড, হলুদ কার্ড, চোট এগুলো স্বভাবিক ব্যাপার। এমনটা হতেই পারে।’
ম্যাচের শুরুতে জোনাথন ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় কিংস। প্রথমার্ধের ইনজুরি সময়ে কিংসের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে ‘বিতর্কিত’ লাল কার্ড দেখান ম্যাচ রেফারি হাতমি। পরের ৪৫ মিনিট ১০ জনের দলের সুবিধা নিয়ে গোল করে সমতায় ফেরে মোহনবাগান। পরে কিংস বহু চেষ্টা করেও জালের দেখা পায়নি।
ম্যাচের শেষদিকে বাড়তি হতাশা জুটেছে কিংসের ভাগ্যে। ম্যাচের ৮৪ মিনিটে রবসন রবিনিয়োর শট বারে লেগে ফিরে আসে। লাল কার্ডের সঙ্গে গোলবারই কি ম্যাচের ফল গড়ে দিয়েছে এমন প্রশ্নে তপু বলেন, ‘প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। যদি ভাগ্য পাশে থাকতে তাহলে হয়তো আমরা পরের রাউন্ডে চলে যেতাম।’
মোহনবাগানের কাছে হেরে গ্রুপে দ্বিতীয় সেরা হয়ে এবারকার মতো বিদায় নিয়েছে কিংস।