বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিবিসির বর্ষসেরা খবিব

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২০ ১০:৩৮

মিক্সড মার্শাল আর্টে খবিবকে ধরা হয় সর্বকালের অন্যতম সেরা ফাইটার হিসেবে। ৩২ বছর বয়সী খবিব ২০০৮ সালে অভিষেকের পর ক্যারিয়ারে ২৯টি ম্যাচের সবগুলো জিতেছেন। আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতায় জিতেছেন ১৩টি ম্যাচ। হারেননি একটিতেও।

বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন খবিব নুরমাগোমেদভ। রাশিয়ান এই মিক্সড মার্শাল আর্টিস্ট খেতাব জয়ে পেছনে ফেলেছেন বাস্কেটবল গ্রেট লেব্রন জেমস, গলফার ডাস্টিন জনসন, নারী ফুটবলার ওয়েন্ডি রেনাঁদের মতো অ্যাথলিটদের।

মিক্সড মার্শাল আর্টে খবিবকে ধরা হয় সর্বকালের অন্যতম সেরা ফাইটার হিসেবে। ৩২ বছর বয়সী খবিব ২০০৮ সালে অভিষেকের পর ক্যারিয়ারে ২৯টি ম্যাচের সবগুলো জিতেছেন। আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতায় জিতেছেন ১৩টি ম্যাচ। হারেননি একটিতেও।

খবিব ক্যারিয়ারে সবশেষ ম্যাচ খেলেন অক্টোবরে। আমেরিকান জাস্টিন গেইডজিকে হারিয়ে অবসরের ঘোষণা দেন রাশিয়ান এই মিক্সড মার্শাল আর্টিস্ট। চলতি বছরের জুলাইয়ে কোভিডের কারণে তিনি তার বাবাকে হারান। যিনি খবিবের ট্রেইনার ও কোচ ছিলেন।

এরপর থেকেই রিং ছেড়ে দিতে চাচ্ছিলেন খবিব। অক্টোবরের অবসর নেয়ার পর খেলাটি থেকে একরকম নির্বাসনেই আছেন ৩২ বছর বয়সী এই রাশান। রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে খবিবের হাতে পুরস্কার তুলে দেবে বিবিসি।

বিবিসির পাঠকদের অনলাইন ভোটিংয়ে নির্বাচন করা হয় বর্ষসেরা ক্রীড়াবিদকে। গতবছর বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদ হন ইতিহাসের প্রথমবার দুই ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করা কেনিয়ান অ্যাথলিট এলিউড কিপচোগে।

এ বিভাগের আরো খবর