বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মায়ের অনুরোধে রিং ছাড়লেন খবিব

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ অক্টোবর, ২০২০ ১২:৫৪

শনিবার রাতে আমেরিকান জাস্টিন গেইডজিকে হারিয়ে নিজের অবসরের ঘোষণা দেন রাশিয়ান এই মিক্সড মার্শাল আর্টিস্ট।

আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) রিংয়ে নিজের সবশেষ ম্যাচ খেলে ফেলেছেন খবিব নুরমাগোমেদভ। শনিবার রাতে আমেরিকান জাস্টিন গেইডজিকে হারিয়ে নিজের অবসরের ঘোষণা দেন রাশিয়ান এই মিক্সড মার্শাল আর্টিস্ট।

দুবাইয়ে গেইডজির বিপক্ষে ইউএফসি লাইটওয়েট শিরোপা জেতার পর, হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন খবিব। জুলাইয়ে করোনাভাইরাসে তিনি হারিয়েছেন তার বাবাকে। যিনি ছিলেন তার কোচ ও ট্রেইনারও।

বাবার মৃত্যুর পর লড়াই চালিয়ে যাওয়া কঠিন উল্লেখ করে ম্যাচ শেষে খবিব বলেন, 'আজই আমার শেষ ম্যাচ ছিল। বাবাকে ছাড়া আমি আর রিংয়ে নামতে চাই না।'

অবসরের ঘোষণায় ফ্যানদের চমকে দিলেও তিনদিন আগে নিজের মাকে এই সিদ্ধান্ত জানান খবিব। বাবার মৃত্যুর পর তার মাও চাচ্ছিলেন না তিনি এই খেলা চালিয়ে যান।

তিনি বলেন, 'তিনিও (মা) চাননি আমি বাবাকে ছাড়া আমি খেলা চালিয়ে যাই। তাকে কথা দিয়েছিলাম যে এটাই হতে যাচ্ছে আমার শেষ ম্যাচ। কথা দিলে তা রাখতেই হবে।'

মিক্সড মার্শাল আর্টে খবিবকে ধরা হয় সর্বকালের অন্যতম সেরা ফাইটার হিসেবে। ৩২ বছর বয়সী খবিব ২০০৮ সালে অভিষেকের পর ক্যারিয়ারে ২৯টি ম্যাচের সবগুলো জিতেছেন। ইউএফসি প্রতিযোগিতায় জিতেছেন ১৩টি ম্যাচ। হারেননি একটিতেও।

এ বিভাগের আরো খবর